‘রাতের বেলা মেয়েদের বেরোতে দেওয়া উচিত নয়,’ দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়া গণধর্ষণকাণ্ডে বললেন মমতা

Published on:

Published on:

mamata banerjee(9)

বাংলা হান্ট ডেস্কঃ আর জি কর কাণ্ডের ছায়া দুর্গাপুরে (Durgapur) বেসরকারি মেডিক্যাল কলেজে। কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তোলপাড় রাজ্য। মেয়েদের নিরাপত্তা কোথায়? দুর্গাপুরকাণ্ডে (Durgapur Medical College Student Assault) রাজ্য সরকারের ভূমিকায় প্রশ্ন তুলে সরব হয়েছেন বিরোধীরা। অবশেষে নীরবতা ভাঙলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর কথায়, ছাত্রীদের ক্ষেত্রে, রাতের বেলায় বাইরে বেরোতে দেওয়া উচিত নয়।

আর কি বললেন মুখ্যমন্ত্রী? Mamata Banerjee

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুর্গাপুরের ঘটনা প্রসঙ্গে মমতা বলেন, “পুলিশকে জিজ্ঞেস করুন, আমাকে নয়। ওটা একটা বেসরকারি কলেজ। কেউই সমর্থন করছে না। ” এরপর ওড়িশা সরকারের ভূমিকায় প্রশ্ন তুলে মমতা বলেন, “তিন সপ্তাহ আগে ওড়িশায় তিনটি মেয়েকে সমুদ্র সৈকতে ধর্ষণ করা হয়। ওড়িশা সরকার কী করেছে? বাংলায় মহিলাদের সঙ্গে কিছু হলে, আমরা হালকা ভাবে নিই না। গুরুতর ঘটনা।”

মুখ্যমন্ত্রীর কথায়, “স্তম্ভিত করে দেওয়ার মতো ঘটনা। ওই মেয়েটি বেসরকারি মেডিক্যাল কলেজে পড়ছিল। বেসরকারি কলেজে….কার দায়িত্ব। রাত ১২.৩০-এ বেরোল কী করে? আমি যতদূর জানি, জঙ্গলের মধ্যে ঘটেছে। ১২.৩০-এ কী হয়েছে জানি না। তদন্ত চলছে।” মমতা বলেন, “গোটা ঘটনায় আমি হতবাক। বেসরকারি মেডিক্যালগুলিকে সতর্ক হতে হবে, পড়ুয়াদের খেয়াল রাখতে হবে।”

এরপরই মুখ্যমন্ত্রী বলেন, “বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, রাতের বেলায় বাইরে বেরোতে দেওয়া উচিত নয়। নিজেদের রক্ষা করতে হবে। বিশেষ করে জঙ্গল এলাকায়। আমি প্রাথমিক যে রিপোর্ট পেয়েছি, পুলিশ তল্লাশি চালাচ্ছে।” পাশাপাশি মুখ্যমন্ত্রীর আশ্বাস, “কেউ রেহাই পাবে না। যেই দোষী হোক না কেন, কড়া শাস্তি দেওয়া হবে।”

মমতা বলেন, “এ রকম কোনও ঘটনাকেই সমর্থন করি না আমরা। বাংলায় জিরো টলারেন্ট নীতি মেনে চলি বাংলায়। বিভিন্ন রাজ্যের ছেলেমেয়ে এখানে পড়তে আসেন। তাদের আমি অনুরোধ করব, রাত্রি বেলা না বেরোতে। পুলিশ তো জানতে পারে না, কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে!”

মুখ্যমন্ত্রীর কথায়, “বেসরকারি মেডিক্যাল কলেজেরও একটা দায়িত্ব আছে, পড়ুয়াদের দেখভাল করা। পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না! কেউ যদি রাত ১২.৩০টায় বেরিয়ে কোথাও যায়…ঘটনাটা নিন্দনীয়, ঘটনাটিকে সমর্থন করছি না। যে যেখানে খুশি যেতে পারে, সেটা তার অধিকার। কিন্তু হস্টেলের পড়ুয়াদের একটা সিস্টেম আছে। ও ফার্স্ট ইয়ারে পড়ে। এটা প্রাইভেট কলেজ। ওদের নিরাপত্তা আরও বাড়ানো উচিত।”

Mamata Banerjee

আরও পড়ুন: মেলেনি কাঙ্খিত DA! এবার সরকারি কর্মচারী এবং আধিকারিকদের জন্য আরও কড়া নবান্ন, জারি নির্দেশিকা

মুখ্যমন্ত্রীর আশ্বাস, “আমি ডিটেলস খবর নিয়েছি। পুলিশকে বলেছি কড়া পদক্ষেপ করতে। কেউ রেহাই পাবে না।” উল্লেখ্য, দুর্গাপুরের ঘটনায় ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করা হয়েছে। সেই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, “মেয়েটির বয়ানের ভিত্তিতেই ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা কড়া পদক্ষেপ করব।”