বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালের ভেতর মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পর ফের একবার নিরাপত্তার বিষয়টি প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। এই আবহে এবার রাজ্যের নানান হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিরাট উদ্যোগ নিল রাজ্য। বৃহস্পতিবার নবান্নে স্বাস্থ্য বিষয়ক বৈঠক শেষে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
কী কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)?
এদিন বিকেলে নবান্নে (Nabanna) বৈঠক শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যের নানান হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কী কী করা হবে, তা নিয়ে স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে।
আগে যেমনটা জানানো হয়েছিল, সেই মতো এদিন হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেন মমতা (Mamata Banerjee)। জানান, হাসপাতালের অধ্যক্ষদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করা হচ্ছে। সমিতিতে ১ জন করে সিনিয়র ডাক্তার, ১ জন জুনিয়র ডাক্তার ও নার্স থাকবেন। সেই সঙ্গেই একজন জনপ্রতিনিধিও থাকবেন বলে এদিন ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুনঃ ফ্রি-তে তিলোত্তমার জন্য লড়বেন বৃন্দা! ‘ন্যায়’ পেতে ১ টাকায় লড়েন এই আইনজীবী! চেনেন তাঁকে?
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে ১০০ কোটি টাকা বরাদ্দ করা হবে। পাশাপাশি ডাক্তারি পড়ুয়াদের হস্টেলে সুরক্ষার ব্যবস্থা করার কথাও বলা হয়েছে। জানা যাচ্ছে, বাইরে থেকে যারা কাজ করতে আসছেন, তাঁদের বিশদ তথ্য রাখতে হবে, এদিন হাসপাতাল কর্তৃপক্ষগুলিকে মুখ্যমন্ত্রী এই মর্মে নির্দেশ দিয়েছেন বলে খবর। সেই সঙ্গেই বায়োমেট্রিক সিস্টেমও চালু করতে বলেছেন বলে খবর।
এখানেই শেষ নয়! জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors) অভিযোগ করেছিলেন, তাঁদের যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলি বাস্তবায়িত করা হচ্ছে না। এদিন এই নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী। মমতা জানান, কাজ শুরু হয়েছে। তবে বন্যার কাজ নিয়ে এখন সবাই ব্যস্ত। সেই কারণে কাজে দেরি হচ্ছে। শহরের মানুষের নিরাপত্তার জন্য ‘রাত্তিরের সাথী’ অ্যাপ চালু করা হবে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে বলেন, রাজ্য পুলিশে ১২,০০০ নিয়োগের কথা। সোমবারের মধ্যে এই বিষয়ক নির্দেশিকা আসতে পারে বলে জানিয়েছেন তিনি।
একইসঙ্গে এদিন রানাঘাটের ১১২ ফুটের দুর্গা প্রতিমা নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী। মমতা (Mamata Banerjee) এই প্রসঙ্গে বলেন, ‘১১২ ফুট কেন, আপনারা ৪১২ ফুটের দুর্গাও তৈরি করতে পারেন। তবে পুজো কমিটিকে দায়িত্বশীল হতে হবে। দেখবেন, এমন কিছু করবেন না যাতে পদপিষ্ট হওয়ার মতো ঘটনা ঘটে’। উল্লেখ্য, এই পুজোর জন্য পুলিশি অনুমতি না দেওয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই সেই জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট অবধি।