ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ বাংলাদেশে গেলেও সবাইকে ত্রাণ শিবিরে থাকার সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্ক: দীপাবলির আবহে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এর (Cyclone Sitrang) পূর্বাভাস থাকলেও সেই ঝড় অভিমুখ ঘুরিয়ে চলে গিয়েছে বাংলাদেশের দিকে। তাই এ রাজ্যে দুই ২৪ পরগনা ও উপকূলবর্তী এলাকা ছাড়া সেভাবে এই ঝড়ের প্রভাব পড়েনি। দুর্যোগ কাটতেই উৎসবের আনন্দে মেতে উঠেছে গোটা রাজ্যবাসী। প্রতিবারের মতো এ বছরও নিজের বাড়িতে কালী পুজোর আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর আয়োজন থেকে ভোগ রান্না সবই সামলেছেন নিজের হাতেই। কিন্তু এই ব্যস্ততার মধ্যেও ঘূর্ণিঝড় নিয়ে সতর্ক করেছেন রাজ্যবাসীকে।

শুধু সতর্কই করেননি, শুনিয়েছেন স্বস্তির খবরও। এ দিন মুখ্যমন্ত্রী বলেন, “এখনও পর্যন্ত যা খবর রয়েছে তাতে জানা যাচ্ছে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে বাংলাদেশে।” একইসঙ্গে যাঁদের উপকূলবর্তী এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছ তাঁদেরও এখনই বাড়ি ফিরতে নিষেধ করলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, সাধারণ মানুষকেও ঝড়-বৃষ্টির মধ্যে বাইরে না বেরোনোর অনুরোধ করেন মমতা। পাশাপাশি, কতজন মানুষকে এখনও পর্যন্ত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেই তথ্যও তুলে ধরেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন,“এখনও পর্যন্ত ৬৭ হাজার ৯৭৩ জনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনাতে ২৩ হাজার ৪৫৭ জনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। উত্তর ২৪ পরগনায় ১৯ হাজার ৩২৪ জনকে সরিয়ে দেওয়া হয়েছে নিরাপদ স্থানে।” রাজ্যবাসীর উদ্দেশ্যে সতর্কবার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,“ম্যাপে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি বাংলাদেশে চলে গিয়েছে। তবে যতক্ষণ না ঝড় সম্পূর্ণভাবে থেমে যাচ্ছে, ততক্ষণ সতর্ক থাকবেন।”

যাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তাঁদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন,“যাঁদের অন্যত্র সরানো হয়েছে তাঁদের সবাইকে অনুরোধ করছি এখনই ফিরবেন না। আপনারা রিলিফ সেন্টারে থাকুন। সরকারের ব্যবস্থা মেনে চলুন। সতর্কতামূলক ব্যবস্থা জারি থাকবে। সবাই দেখে নেবেন, ঝড় বৃষ্টি হলে বেরোবেন না।” আজ অর্থাৎ মঙ্গলবার থেকে আবহাওয়া ভালো হওয়ার খবরও দেন মমতা।

উল্লেখ্য, বাংলার জন্য ইতিমধ্যেই স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দফতর। তাদের তরফে জানানো হয়েছে, দুই ২৪ পরগনায় সিত্রাং-এর প্রভাব পড়লেও কলকাতায় তেমন পড়বে না। যদিও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তাই ক্ষতির আশঙ্কা থাকছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝোড়ো হাওয়ার সঙ্গে সোমবার রাত থেকেই বৃষ্টির দাপট বাড়ার পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। 

তবে সোম ও মঙ্গলবার সকাল অবধি গোটা রাজ্যেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়ার কথা জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। ঝোড়ো হাওয়ার দাপট শুধু দুই ২৪ পরগনাই নয়, পূর্ব মেদিনীপুরেও বাড়বে। মঙ্গলবার দুপুরের পর থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

Subhraroop

সম্পর্কিত খবর