ভোটার তালিকা থেকে কাদের নাম বাদ যাবে? রাজ্য প্রশাসনকে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক : ইতিমধ্যেই গোটা রাজ্যের মানুষের মধ্যে এনআরসি আতঙ্ক থাবা বসিয়েছে৷ তাই ইতিমধ্যেই ভোটার তালিকা সংশোধন এবং ভোটার তালিকায় নাম তোলা নিয়ে রাজ্যবাসীর মধ্যে হিড়িক লেগে গিয়েছে৷ কিন্তু ভোটার তালিকায় কারা নাম তুলতে পারবেন আর কারা পারবেন না সেই বিষয়ে রাজ্য প্রশাসনকে অফ সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাই উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক থেকে কোন কোন শর্তে কাদের নাম ভোটার তালিকায় তোলা হবে সেই বিষয় উত্তরবঙ্গ প্রশাসনকে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷download 12

বাংলায় বসবাসকারী রাজস্থানি গুজরাতি সকলেই ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পাবেন, এমনকি তাঁদের মধ্যেই যাতে কেউ ভোটার তালিকা থেকে বাদ না যান সেই বিষয়টিও দেখতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি অনেক সময় ডাবল এন্ট্রির মাধ্যমে সমস্যা হচ্ছে তাই কম্পিউটারে তা যাচাই করার নির্দেশ দেন আধিকারিকদের৷ একই সঙ্গে যাঁরা বাংলায় থাকেন হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের নাম শুধুমাত্র ভোটার লিস্টে উঠবে এমনটাই হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী৷

অন্যদিকে প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএলআরও অফিসারদের অফিসে বসে না থেকে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ডের তালিকা পরীক্ষা করার কাজ করতে নির্দেশ দেন৷ এবং অনলাইনে যাতে ভিন রাজ্যের বাসিন্দাদের নাম ভোটার লিস্টে না ওঠে সেদিকেও নজর রাখতে নির্দেশ দিয়েছেন৷

এমনকি রাজ্যের বাসিন্দারা এবং আসল লোক যাতে সুযোগ পায় তাই ভোটার লিস্ট ভালোভাবে তৈরি করতে হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ অন্যদিকে অনলাইনে সময়সীমা যেহেতু বাড়ানো হয়েছে তার পাশাপাশি অফিসে দেশে সাধারণ মানুষ বার বার ঘুরে যাচ্ছে বিষয়টি মোটেও ভাল চোখে দেখছেন না তিনি জানান মুখ্যমন্ত্রী, তাই আধিকারিকদের সরজমিনে পরীক্ষা নিরীক্ষা করার নির্দেশ দেন তিনিই৷

আসলে, অসমের এনআরসি চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই পশ্চিমবঙ্গে এনআরসি চালু করার ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে আসছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব থেকে রাজ্য বিজেপি নেতৃত্বরা৷ আর তাতেই সমস্যায় পড়েছেন রাজ্যবাসী৷ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ঘোষণা করেছেন, রাজ্যে বসবাসকারী হিন্দু মুসলিম খ্রিস্টান গুজরাতি কেউই কখনও ভোটার তালিকা থেকে বাদ পড়বেন না ৷


সম্পর্কিত খবর