স্পেনে বসেই ‘বিরাট’ সুখবর দিলেন মুখ্যমন্ত্রী! বড়দিনের আগেই বঙ্গে যুগান্তকারী বিনিয়োগ

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ ৫ বছর পর বিদেশ পাড়ি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বড়সড় প্রতিনিধিদল সঙ্গে করে রাজ্যের জন্য বিদেশি লগ্নি টানতে ১২ দিনের স্পেন (Spain Tour) সফরে তৃণমূল সুপ্রিমো। বর্তমানে স্পেনেই রয়েছেন তিনি। আর স্পেন সফরের দ্বিতীয় দিনেই রাজ্যবাসীকে বড় আশার খবর শোনালেন মুখ্যমন্ত্রী।

বাংলার জন্য বিরাট বিনিয়োগ আসতে চলেছে। এমনই সুখবর দিয়ে সক্কলকে একেবারে চমকে দিলেন মমতা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০২৩ এর ২৫ ডিসেম্বেরের আগেই বঙ্গের বস্ত্রশিল্পে (Textile industry) বিরাট বিনিয়োগ (Investment) আসতে চলেছে। অর্থাৎ বড়দিনেই আসছে বিরাট খবর।

নিজের এক্স হ্যান্ডেলের মাধ্যমে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতিসম্পন্ন একটি বস্ত্র প্রস্তুতকারক সংস্থা ওপর আরও একটি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এ রাজ্যে নিজেদের উৎপাদনকেন্দ্র সরিয়ে নিয়ে আসতে চলেছে। ডিসেম্বর মাসের দিকেই উৎপাদনও শুরু হয়ে, এমনই যুগান্তকারী সম্ভাবনার কথা জানিয়েছেন মাননীয়া।

আরও পড়ুন: যেমন বাবা তেমন বেটা! মানিক-পুত্র শৌভিককে নিয়ে আদালতে বিস্ফোরক তথ্য, জামিন হাতছাড়া

টুইট করে মমতা লেখেন, ‘রোমাঞ্চকর খবর! Tempe Grupo Inditex (ZARA), যারা বস্ত্র ব্যবসায় গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, সেই সংস্থাটি তাদের কাজের, ব্যবসার পরিধি বাড়াচ্ছে তারা বেসরকারি সংস্থার সঙ্গে জোট বেঁধে বাংলায় উৎপাদনকেন্দ্র সরিয়ে নিয়ে যাচ্ছে। ২০২৩ সালের বড়দিনের আগে বাংলায় শুরু হবে উৎপাদন’।

https://x.com/MamataOfficial/status/1702362336160260122?s=20

আরও পড়ুন: ‘দিনহাটার গব্বর’! ভরা সভায় নাম না করে উদয়নকে খোঁচা নিশীথের, পাল্টা মন্ত্রী বললেন..

মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘২০১৯ সালে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের সময়, ডাউনস্ট্রিম পলিমার অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রি নামের একটি বিভাগ আমাদেরই সম্মলিত যৌথ দৃষ্টিভঙ্গির ফলশ্রুতি ছিল। এই মেগা প্রকল্পের জন্য আমরা টেম্পে এবং এর অংশীদারদের কারখানার জন্য সরকারের তরফে সব সুবিধা-সহ উপযুক্ত স্থানে প্রায় ১০০ একর জমির ব্যবস্থা করবো। PU কারখানার জন্য সরকার সব ধরনের সাহায্য করবে। এই উদ্যোগটি পশ্চিমবঙ্গের বৃদ্ধি, স্থায়িত্ব এবং একটি সমৃদ্ধশালী ভবিষ্যতের প্রতিশ্রুতি দেয়।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর