বাংলা হান্ট ডেস্কঃ গত শুক্রবার ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার (Odisha Train Accident) পর থেকেই লাগাতার রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আর এবার ফের রেলের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আর সেখান থেকেই একাধিক ইস্যুতে রেলমন্ত্রককে বিঁধলেন মুখ্যমন্ত্রী।
ঠিক কি কি বলেছেন মুখ্যমন্ত্রী? ওড়িশার মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, ‘‘ট্রেন দুর্ঘটনা নিয়ে তদন্ত হল কোথায় ? এদের এত তাড়াহুড়ো করার কী আছে? কিছু তো হয়েছে। সেজন্যই এরা লুকোতে চাইছে। আমার কাছে সরকার আছে বলে আমি এক একদিন এক একরকম কথা বলব? দুই দিনে কোনও তদন্ত শেষ হতে পারে না।”
মমতার কথায়, “যদি সিগন্যাল সবুজই ছিল তাহলে অন্য কারও গাফিলতি ছিল সেটা তো নিশ্চিত।সিবিআইকে নির্দেশ দেওয়া হচ্ছে সব চেপে দিতে। আর এসব থেকে নজর ঘোরাতে ঘরে ঘরে সিবিআই পাঠানো হচ্ছে।’’ অন্যদিকে এদিন রেলের বেহাল পরিকাঠামো সম্পর্কে সিএজি রিপোর্ট-এর উল্লেখ করেও প্রশ্ন তোলেন মমতা। তার অভিযোগ, ‘‘বিরাট বড় কেলেঙ্কারি! রেলে নিরাপত্তা তহবিলের টাকা দিয়ে ফুট ম্যাসাজের যন্ত্র কেনা হয়েছে।’’
করমণ্ডল থেকে ঘুরে বন্দে ভারতের (Vande Bharat Express) ইঞ্জিনের দুর্বলতা নিয়েও অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘‘বন্দে ভারতের নাম-কে আমি সন্মান করি। কিন্তু কেমন ইঞ্জিন নিয়ে এসেছে দেখো, একটা গাছ এসে পড়ল, বন্দে ভারতের ক্ষতি হয়ে গেল। এইরকম রেলের অবস্থা আগে কখনও দেখিনি।’’
করমণ্ডল দুর্ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে প্রথম থেকেই আপত্তি দেখান মমতা। এদিনও সেই নিয়ে আশঙ্কা প্রকাশ করে জ্ঞানেশ্বরী, সাঁইথিয়া কাণ্ডের তদন্তে কেন্দ্রীয় এজেন্সির ব্যর্থতার কথা মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী।
বলেন, ‘‘রেলমন্ত্রী থাকার সুবাদে রেলকে আমি হাতের তালুর মতো চিনি। সিবিআইকে কেন আগে তদন্ত দেওয়া হল? আসলে সব ধামাচাপা দেওয়ার জন্য।’’ সবমিলিয়ে রেল ব্যবস্থা নিয়ে প্রাক্তন-বর্তমান তরজা অব্যাহত।