ধুঁকছিলেন ভিড়ের মধ্যে! রোড শো থামিয়ে অসুস্থ বৃদ্ধর চিকিৎসা করালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

বাংলা হান্ট ডেস্ক : লোকসভা নির্বাচনকে (Lok Sabha Election) সামনে রেখে প্রচারে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ বুধবারই তিনি পৌঁছে গেছিলেন মালদহে (Maldah)। জেলাটির রাস্তায় নেমে পদযাত্রাও করেন তিনি। পদযাত্রার সময়ই মুখ্যমন্ত্রীর নজর পড়ে রাস্তার পাশে হুইলচেয়ারে বসে থাকা এক অশতিপর বৃদ্ধের উপর। মুখ্যমন্ত্রীর সমাবেশের কারণে হাসপাতালে যেতে পারছিলেননা তিনি।

এমন পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি পড়ে সেই বৃদ্ধের উপর। কাছে গিয়ে দেখেন ঐ বৃদ্ধ তখন রীতিমত ঝুঁকছেন। সঙ্গে সঙ্গে তিনি ঐ বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেন। খোঁজ খবর নিয়ে জানা গেছে, বছর চুরাশির ঐ বৃদ্ধের নাম বীরা প্রসাদ। তিনি চিকিৎসা করাতেই শহরে এসেছিলেন।

বুধবার তিনি নিজের চিকিৎসার কারণে মালদা টাউনে এসেছিলেন। তবে মুখ্যমন্ত্রীর সমাবেশের কারণে চারিদিকে ভিড় ছিল প্রচুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার কারণে রাস্তা ব্লক করে রাখা হয়েছিল। সেই সময়ই রাস্তার পাশে এক হুইল চেয়ারে বসে অপেক্ষা করছিলেন তিনি।

আরও পড়ুন : ‘আমি এ সব পছন্দ করি না!’ রাহুলের গাড়ির কাঁচ ভাঙা নিয়ে নীতীশের কোর্টে বল ঠেললেন মমতা

মুখ্যমন্ত্রীর নজর পড়তেই তিনি তাকে এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানোর ব্যবস্থা করেন। নার্সিংহোম সূত্রে খবর, বীরা প্রসাদ হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভূগছেন। এই মুহূর্তে তাকে সিসিইউতে রাখা হয়েছে। এই প্রসঙ্গে বৃদ্ধার পরিবারের সঙ্গে কথা বলা হলে তারা জানায়, মুখ্যমন্ত্রীর সমাবেশের কারণেই রাস্তায় জানযট বেড়েছিল। তারা রাস্তায় অপেক্ষা করছিলেন আর তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর পড়ে তাদের উপর।

আরও পড়ুন : বাবরির পর জ্ঞানবাপী, কোর্টে হিন্দুপক্ষের জয়! মসজিদের বেসমেন্টে পুজো করার অনুমতি দিল আদালত

1706604025 mamata ban

পরিবার আরও জানায়, সবটা শোনার পর মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে জেলাশাসক, পুলিশ সুপার-সহ অন্যান্য প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেন যাতে বীরা প্রসাদকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করানো হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৎপরতার জন্য ধন্যবাদ জানিয়েছেন বৃদ্ধের পরিবার। ওদিকে চিকিৎসক ইকবাল হোসেন বলেন, ‘‘মুখ্যমন্ত্রী আজ যা করলেন, একজন চিকিৎসক হিসাবে আমি অনুপ্রাণিত।’’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর