পুজোর আগেই চাকরি, ৩০ হাজার জনকে নিয়োগপত্র দেবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

Published On:

বাংলাহান্ট ডেস্ক : চূড়ান্ত সফল উৎকর্ষ বাংলা প্রকল্প। পুজোর আগেই আরও ৩০ হাজার যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় (Mamata Banerjee)। তিনি আরও জানান বৃহস্পতিবার খড়গপুরে নিয়োগপত্র পাবেন ৭ হাজার চাকরিপ্রার্থী। আগামী ২০ সেপ্টেম্বর দুর্গাপুরে আর ২১ সেপ্টেম্বর শিলিগুড়িতে দেওয়া হবে নিয়োগপত্র।

এই মুহুর্তে চারদিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী। গতকাল যখন বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র  করে উত্তাল কলকাতা হাওড়া, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী খড়গপুরে পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সদস্যদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করছেন। মমতার সঙ্গে ছিলেন দুই মেদিনীপুরের তৃণমূল বিধায়ক ও মন্ত্রীও। সূত্রের খবর, এই বৈঠকে বিজেপির নবান্ন অভিযানের প্রসঙ্গও উঠে আসে। মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপির মিছিলে লোকই হয়নি। ওদের বেলুন ফুটো হয়ে গিয়েছে। বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই।’

দলীয় সূত্রে খবর, বুধবার পূর্ব মেদিনীপুর জেলায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। নিমতৌড়িতে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর এদিনই আবার যাবেন খড়গপুরে। বৃহস্পতিবার ইন্ডাস্ট্রিয়াল পার্কে ‘জব ফেয়ার’ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, এই অনুষ্ঠান ৭ হাজার যুবক-যুবতীর হাতে  নিয়োগপত্র তুলে দেবেন তিনি। উৎকর্ষ বাংলার প্রকল্পে কারিগরি শিক্ষা দফতরের অধীনে যাঁরা প্রশিক্ষণ নিয়েছেন, তাঁদের হাতেই তুলে দেওয়া হবে নিয়োগপত্র।

গত সোমবার কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ১০ হাজার ছেলেমেয়ের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। উৎকর্ষ বাংলা প্রকল্পে প্রশিক্ষণ নেওয়ার পর, বিভিন্ন বেসরকারি সংস্থায় চাকরি পেয়েছেন তাঁরা। মমতা এদিন বলেন, ‘ক্ষমতা আসার আগেই স্বপ্ন দেখেছিলাম বাংলা একদিন বিশ্বসেরা হবে। আপনারা দেখতে পাচ্ছেন, কন্যাশ্রীতে  ইউনাইটেড নেশনের পুরস্কার আমরাই পেয়েছি। কন্যাশ্রী আমাদের গর্বের। কয়েক দিন আগে দুর্গাপুজোকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। আরও একটা খেতাব আমাদের ঘরে এসেছে। বাংলাকে কালচারাল ডেস্টিনেশন হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে। আগামী ২৩ মার্চ এর জন্য পুরস্কারও দেওয়া হবে। ওই পুরস্কার নিতে আমিই যাব। নিম্নস্তরের যে শিক্ষা তাতে বাংলা দেশের মধ্যে প্রথম হয়েছে’।  মুখ্যমন্ত্রী জানান, ‘গোটা ভারতে বিভিন্ন ট্রেডে ২১ জন শীর্ষস্থান অধিকার করেছে। যার মধ্যে ৯ জন বাংলার’।

সম্পর্কিত খবর

X