আজই বড় পদক্ষেপ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়…

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ জলই জীবন। গ্রামে গ্রামে সর্বত্র পানীয় জল পৌঁছে দিতে তৎপর রাজ্য (Government Of West Bengal)। এই লক্ষ্যে আজ সোমবার বিধানসভা থেকেই বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছনোর প্রকল্প নিয়ে সমস্ত জেলাশাসকের সঙ্গে প্রশাসনিক বৈঠকে বসতে চলেছেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর এমনটাই।

এর আগেও ‘জল জীবন মিশন’ নিয়ে আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন মমতা। তবে মুখ্যমন্ত্রীর একাধিক পদক্ষেপের পরও সমস্যা থেকেই গিয়েছে। বাড়ি বাড়ি অনেকাংশেই পাইপলাইন বসে গেলেও পানীয় জলের সমস্যা নিয়ে সম্প্রতি মুখ‌্যমন্ত্রীর কাছে রিপোর্ট জমা পড়েছে।

ইতিমধ্যেই জল সমস্যা দূর করতেসংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে ব‌্যবস্থা নিতে দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন মুখ‌্যমন্ত্রী। এবার সরাসরি জেলাশাসকদের সঙ্গে এই নিয়ে বসতে চাইছেন মমতা। সূত্রের খবর, এদিনের প্রশাসনিক বৈঠকে জেলাশাসকরা ভারচুয়ালি হাজির হবেন।

বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার নির্দেশে পরও নানা সমস্যা দেখা দিয়েছে একাধিক জায়গায়। কিছুদিন আগে এ নিয়ে প্রশাসনিক গাফিলতি জানতে পেরে ক্ষোভপ্রকাশ করেছিলেন মুখ‌্যমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক থেকেই কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা। তারপর কাজ কতদূর এগিয়েছে তা জানতেই বৈঠক। পাশাপাশি এদিন আধিকারিকদের জরুরি নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: অভিষেকের মেয়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য-মামলায় কি রায় দিল সুপ্রিম কোর্ট?

nabanna

আরও পড়ুন: বদলে গেল পূর্বাভাস! দুপুর থেকে ফের বৃষ্টি দক্ষিণবঙ্গের ৬ জেলায়, কতদিন চলবে? আবহাওয়ার খবর

এর আগে নবান্ন থেকে এই ইসুতেই মমতা (CM Mamata Banerjee) বলেছিলেন, “জল বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য জমি আমরা কিনে দিই। ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের।”

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X