‘একেবারে শেষঘুম’, ওড়িশা ট্রেন দুর্ঘটনা নিয়ে কবিতা লিখলেন মমতা! চোখে জল সবার

বাংলা হান্ট ডেস্কঃ পেরিয়ে গিয়েছে সাত সাতটে দিন! ওড়িশা ট্রেন দুর্ঘটনার (Odisha Train Accident) ক্ষত এখনও দগদগে। গোটা দেশের মানুষকে স্তব্ধ করে দিয়েছে গত শুক্রবার রাতের সেই দুর্ঘটনা। “স্বজন-হারানো আকাশ-বাতাস, সমুদ্র-পাহাড়, পরিবার – আমরা একটু ভাবলাম কি?” এবার করমণ্ডল বিপর্যয় নিয়ে কলম ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ‘ট্রেন দুর্ঘটনা’ (Train Accident) নামক কবিতায় (Poem) তুলে ধরলেন স্বজন হারানোর যন্ত্রণার কথা।

বালাসোর দুর্ঘটনার পর দিনই ঘটনাস্থলে ছুটেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা মতো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সাহায্যও তুলে দেন মমতা। পাশাপাশি আহত ও মৃতদের পরিবারের একজনকে হোমগার্ডে চাকরি দেওয়ার ঘোষণাও করেন মমতাময়ী।

মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিহত, আহত, ক্ষতিগ্রস্তদের পরিবারের ছেলেমেয়েরা যদি পড়তে চায় তাহলে সেই ব্যবস্থাও করবে বলেও জানায় রাজ্য সরকার। এমন কি হাসপাতালে ভর্তি হওয়া আহত যাত্রী, তাদের পরিজনদের সঙ্গে দেখা করেন একাধিকবার। শতাব্দীর অন্যতম বৃহৎ রেল দুর্ঘটনা যে মমতার মনে গভীর ভাবে দাগ কেটেছে তা বোঝার অবকাশ রাখে না।

আর এবার এই দুর্ঘটনা নিয়েই কবিতা লিখলেন মুখ্যমন্ত্রী। ২৩ লাইনের ‘ট্রেন দুর্ঘটনা’ নামক কবিতায় সেই বিপর্যয়ে হাজার হাজার মানুষের অসহায়তা, পিতা-মাতা হারানো শিশুর আর্তনাদ, স্বজন হারাদের কথা, জীবন্ত শরীর লাশে পরিণত হওয়ার কথা তুলে ধরেন।

ট্রেন দুর্ঘটনা

মমতা ব্যানার্জি

এক অজানা দীর্ঘশ্বাস
ব্যথা বেদনায় শোকাতুর নাভিশ্বাস। এখনো ভাসছে ঘ্রাণে দুর্গন্ধ
লাশকাটা ঘরে ওরা ঘুমোচ্ছে
একেবারে শেষঘুম।
আর কথা বলবে না
আর তাকাবে না
আর কোনও যন্ত্রণা নয় –
হাত কাটা, পা কাটা,
দেহ কাটা – পুড়ে গেছে একেবারে শরীরগুলো। মাত্র পঞ্চাশ দিনের নব্য শিশু-
ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে মায়ের থানে, সাদা কাপড়ে।
কারো বা গলায়
শেষকর্মের পরিহিত একটি থান,
আঁখির জল সব শুকিয়ে গেছে
অনেক হাহাকারে হৃদয়ে দুর্ভিক্ষ
চোখের সামনে জ্বলছে চিতা
মুহূর্তে উধাও জীবন্ত শরীর।
কাঁদবার জন্য পড়ে রইলো স্বজন হারানো আকাশ-বাতাস,
সমুদ্র-পাহাড়, পরিবার আমরা একটু ভাবলাম কি?

train accident mamata

প্রসঙ্গত, এই প্রথম নয়! অল্প বয়স থেকেই কবিতা লেখার শখ রয়েছে মুখ্যমন্ত্রীর। পূর্বেও দেশের একাধিক মর্মস্পর্শী বিষয় নিয়ে কলম ধরেছেন মাননীয়া। আর এবার ওড়িশা ট্রেন দুর্ঘটনা নিয়ে তার লেখা কবিতার ছত্রে ছত্রে উঠে এল স্বজন হারাদের অসহায় কান্না, শোকার্ত পরিজনদের কথা।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর