বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গে ভোটযুদ্ধের দ্বিতীয় দফায় সবথেকে হাইভোল্টেজ আসন নন্দীগ্রামে নির্বাচন শেষ হয়েছে ১ এপ্রিল। মোটের উপরে শান্তিতেই কেটেছে গতকালের ভোট। গতকাল নন্দীগ্রামের বয়ালের ৭ নং বুথে প্রায় এক ঘণ্টা আটকে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে থেকে তিনি বিজেপির বিরুদ্ধে ছাপ্পা ভোট, বুথ জ্যাম এবং বাইরে থেকে লোক নিয়ে এসে ভোটারদের ভোট দিতে না দেওয়ার অভিযোগ তুলেছিলেন।
যদিও বেলা গড়াতেই মুখ্যমন্ত্রীর সমস্ত অভিযোগ খারিজ করে দেয় নির্বাচন কমিশন। বয়ালের ৭ নং বুথে নির্বিঘ্নেই ভোট হয়েছে জানায় কমিশন। জেনারেল অবজারভার হেমেন দাসের রিপোর্টের উপর ভিত্তি করে কমিশন জানিয়েছে যে, ওই বুথে বিকেল ৪টে পর্যন্ত ৭৪ শতাংশ ভোট পড়েছে। বুথের বাইরে হাজার তিনেক মানুষ একত্রিত হয়েছিল, কিন্তু তাঁরা সবাই সেখান থেকে চলে গিয়েছে আর নির্বিঘ্নে ভোট হয়েছে।
আরেকদিকে, গতকাল নন্দীগ্রামের ভোট শেষ করে এবার উত্তর বঙ্গের দিকে রওনা দিচ্ছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ইতিমধ্যে রেয়াপাড়ার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন। সেখান থেকে হেলিকপ্টার করে কলকাতায় ফিরে আসবেন তিনি। এরপর কলকাতা থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন।
আজ দুপুর ১২টা নাগার কোচবিহারের দিনহাটায় একটি সভা রয়েছে তৃণমূল নেত্রীর। এরপর তুফানগঞ্জ এবং নাটাবাড়িতেও সভা করবেন তিনি। তারপর সেখান থেকে আলিপুরদুয়ারে একটি সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরেকদিকে, শুভেন্দু অধিকারীও উত্তরবঙ্গে যাচ্ছে বলে বিজেপি সুত্রের খবর। অমিত শাহের নির্দেশেই উনি উত্তরবঙ্গে যাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।