বাংলা হান্ট ডেস্ক : মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলেজের এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ 2016 সালের 3% হারে ইনক্রিমেন্ট করা হবে বলে জানিয়েছেন কিন্তু এত খুশির সত্ত্বেও খুশি হলেন না কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা৷ মুখ্যমন্ত্রীর ঘোষণা সত্ত্বেও দর্শক আসন থেকে কোনও প্রতিক্রিয়া না আসায় দুঃখ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
দর্শক আসন থেকে কোনও প্রতিক্রিয়া না পেয়ে মুখ্যমন্ত্রী বাধ্য হয়ে জানান, আপনারা কি খুশি হননি? আপনাদের দাবিতে রাজ্য সরকার সব কটাই মেনে নিল৷ দেখুন যতটা পারলাম আমরা করলাম৷ সব কিছু একসঙ্গে হয় না৷ এখানেই থেমে থাকেননি আসন্ন বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও 2021 সালে অধ্যাপকদের সঙ্গে বৈঠকের প্রতিশ্রুতি দেন৷
কিন্তু তা সত্ত্বেও নির্বাক চলচ্চিত্রের ভূমিকা পালন করল কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা৷ উল্লেখ্য মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বছর থেকে ইউজিসি সংশোধিত হারেকলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফুলটাইম অধ্যাপকদের পাশাপাশি কলেজের গেস্ট ও পার্টটাইম শিক্ষকদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন এবং গেস্ট ও পার্ট টাইম শিক্ষকদের 5 লক্ষ টাকা ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন৷