আদৌ ধর্ষণ হয়েছে ? মালদহ ধর্ষণকান্ড নিয়ে বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

বাংলা হান্ট ডেস্ক : হায়দেরাবাদ তরুণী গণধর্ষণ কাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবারও মালদহে এক তরুণীকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠেছে রাজ্য জুড়ে।শুক্রবার মেয়ো রোডে গাঁধী মূর্তির পাদদেশে সংহতি দিবস মঞ্চ থেকে মালদহের তরুণী হত্যার ঘটনাকে অত্যন্ত লজ্জিত বলে মন্তব্য করেন তিনি।

এ প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মহিলাদের উপরে অত্যাচার আমি কখনোই সহ্য করব না, অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে তিন থেকে দশ দিনের মধ্যেই তাঁদের নামে চার্জশিট দখল করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে, এটাই আইন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, মহিলাকে ধর্ষণ করা আদৌ হয়েছিল কি না তা জানার জন্য পুলিশ ময়না তদন্ত করছে আর মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে কার্যত সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাবে মন্তব্য করা হচ্ছে।Malda crime scene 1

যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে স্ট্যান্ডিং ইন্সট্রাকশন থাকবেই তাই এই ধরনের ঘটনা ঘটলে একই অভিযুক্তকে ধরে চার্জশিট দিতে হবে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের আগে মালদহের ঘটনাকে হাতিয়ার করে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, কিছু সদস্য তেলেঙ্গানা আর উন্নাও নিয়ে সরব হচ্ছেন কিন্তু মালদহের ঘটনায় চুপ থাকছেন পশ্চিমবঙ্গে ধর্ষণকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, এই মন্তব্য করে বসেন।

তবে স্মৃতি ইরানির মন্তব্য নিয়ে চুপ থাকেননি মমতা, বিজেপির একজন মন্ত্রী তাঁর মাথার ঠিক নেই বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মেয়েটি মারা গিয়েছে এটা ঠিক কিন্তু ঠিক কী কারণে মারা গেল তার তদন্ত করা হবে এবং পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলেই তবে নিশ্চিত হওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি।

সম্পর্কিত খবর