বাংলা হান্ট ডেস্কঃ লকডাউনে একদিকে যেমন মানুষের মধ্যে দেখা গিয়েছে চরম অসতর্কতা। তেমনি বেশ কিছু ক্ষেত্রে সামনে এসেছে প্রশাসনিক পদের অপব্যবহারের ছবিও। কোভিডের প্রথম ঢেউয়ের সময়ও সামনে এসেছিল এমন কিছু নির্মম ছবি। নিজেদের প্রশাসনিক পদের অপব্যবহার করছিলেন বেশকিছু পুলিশ কর্তা। কোথাও কোথাও এমন ছবিও দেখা গিয়েছে লকডাউনের সময় দোকান খোলা রাখতে দেখে তা ভাঙচুর করতে শুরু করেছে পুলিশকর্মীরা। এবার সামনে এলো এমনই এক নির্মম ভিডিও। ছত্রিশগড়ের এই ভাইরাল ভিডিওটিতে পদের অপব্যবহার করতে দেখা গিয়েছে সুরজপুর এলাকার কালেক্টর রণবীর শর্মাকে।
শনিবার লকডাউন পরিস্থিতি চলা সত্বেও নেহাতই প্রয়োজনে পড়ে বাইরে বেরোনো এক যুবক। পরিবারের জন্য ওষুধ কিনতে গিয়েছিলেন তিনি। কিন্তু ঠিক এই সময়ে লকডাউনের বিধি ঠিকঠাক পালিত হচ্ছে কিনা দেখতে অন্যান্য আধিকারিকদের সঙ্গে টহল দিতে বের হন কালেক্টর রণবীর শর্মা। এসময় ছেলেটিকে দেখতে পেয়েই মেজাজ হারান তিনি। ভিডিওটিতে দেখা গিয়েছে, কোন কথা না শুনেই ছেলেটিকে চড় মারতে শুরু করেন রণবীর। এমনকি ধাক্কা দিয়ে তাকে মাটিতে ফেলে দেন। এমতাবস্থায় ছেলেটি বারবার ওষুধের প্রেসক্রিপশন দেখালেও কোন কথা শুনেননি রণবীর। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে টনক নড়ে কালেক্টর রনবীর শর্মার। ছেলেটির কাছে নিঃশর্ত ক্ষমা চান তিনি।
Shocking visuals from Surajpur in Chhattisgarh collector snatched phone, slapped a boy gone out to buy medicines, polices also caned him, FIR lodged against the boy! @bhupeshbaghel @CG_Police @drramansingh @ndtv @ndtvindia @manishndtv @rohini_sgh @ajaiksaran @sunilcredible pic.twitter.com/T3c4Y6zW7s
— Anurag Dwary (@Anurag_Dwary) May 22, 2021
কিন্তু এই ঘটনায় এবার নড়েচড়ে বসলো ছত্রিশগড় সরকার। রংবির শর্মাকে সুরাজপুরের কালেক্টরের পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন স্বয়ং মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তার জায়গায় এই মুহূর্তে পদে বসানো হয়েছে আইএএস গৌরব কুমার সিংকে। এদিন এ বিষয়ে পরপর দুটি টুইট করেন ভূপেশ। প্রথম টুইটে তিনি জানান, “সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রণবীর শর্মার এক যুবকের সঙ্গে করা দুর্ব্যবহারের ভিডিও আমার চোখে পড়েছে। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক। এখনই যেন কালেক্টর রণবীর শর্মাকে তার পদ থেকে অপসারিত করা হয়।”
सोशल मीडिया के माध्यम से सूरजपुर कलेक्टर रणबीर शर्मा द्वारा एक नवयुवक से दुर्व्यवहार का मामला मेरे संज्ञान में आया है।
यह बेहद दुखद और निंदनीय है। छत्तीसगढ़ में इस तरह का कोई कृत्य कतई बर्दाश्त नहीं किया जाएगा।
कलेक्टर रणबीर शर्मा को तत्काल प्रभाव से हटाने के निर्देश दिए हैं।
— Bhupesh Baghel (@bhupeshbaghel) May 23, 2021
এর পরের টুইটে ওই যুবকের পরিবারের কাছ থেকে ক্ষমা চেয়ে নেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ভূপেশ বাঘেল লেখেন, “সরকারী জীবনে কোনও আধিকারিকের এমন আচরণ গ্রহণযোগ্য নয়। আমি এই ঘটনায় ক্ষুব্ধ। আমি যুবক ও তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।” প্রসঙ্গত উল্লেখ্য, লকডাউনে একদিকে যেমন জনগণের সচেতনতা বাড়ানো জরুরি। বিধি উপেক্ষা করলে তাদের শাস্তিও নিশ্চয়ই প্রাপ্য। তবে তা কখনোই শারীরিকভাবে হেনস্থা হতে পারে না। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে ইতিমধ্যেই প্রশংসায় ভরিয়ে দিয়েছে জনতা।