এনআরসি নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি মমতার

পশ্চিমবঙ্গের দুই কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে যারা পশ্চিমবঙ্গে প্রবেশ করে রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সামনে এ কথাই বলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ একই সঙ্গে পশ্চিমবঙ্গে এনআরসি চালু করা হবেই, এমনটাও বলেছিলেন৷ তবে এ বার বিরোধীদের বিরুদ্ধে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার এনআরসির প্রতিবাদে শ্যামবাজারের সভা মঞ্চ থেকেআগে বাংলার দুজন মানুষের গায়ে হাত দিয়ে দেখাক- ঠিক এই ভাষাতেই গেরুয়া বাহিনীকে হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমোর৷

অসমে এনআরসির প্রতিবাদে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী, সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি৷ বঙ্গে এনআরসি চালু করা হবে এই হুঁশিয়ারি পাওয়ার পর এনআরসির প্রতিবাদে বৃহস্পতিবার মহানগরের পথে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন সিঁথির মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে পা মেলান তিনি৷ এর পর শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে একটি সভা করে সেখান থেকে সরাসরি রাজ্য এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বদের তোপ দাগেন মুখ্যমন্ত্রী৷

এদিন সভামঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী তিনি বেঁচে থাকতেই এনআরসি বাংলায় চালু করে দেখাক, ঠিক এই ভাষাতেই চ্যালেঞ্জ ছুড়ে দেন বিজেপির দিকে, একই সঙ্গে বাংলায় দু কোটি তো দূরের কথা আগে দু জনের গায়ে হাত দিয়ে দেখাও- এমনটাই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী৷ শুধু এখানেই থেমে থাকেননি বাংলাকে হিংসা করে কোনও লাভ হবে না বলেন তৃণমূল সুপ্রিমো৷ এর পাশাপাশি তিনি বলেন এনআরসি চালু হলে তাঁর হাতে তৈরি হওয়া আগামী চার প্রজন্ম রুখতে আসবে৷

একই সঙ্গে অসমের এনআরসি র প্রসঙ্গ টেনে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশ দিয়ে অসমকে চুপ করালেও বাংলা কিন্তু থেমে থাকবে না আগুন নিয়ে খেলবেন না৷ তবে শুধুমাত্র তৃণমূল সদস্য বা নেতা নেত্রীদের নন বৃহস্পতিবার শ্যামবাজারের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এনআরসি চালু করার ব্যাপারে রাজ্যের সমস্ত মানুষকে এক জোট হয়ে লড়াই করার বার্তা দেন৷

সম্পর্কিত খবর