উত্তরপ্রদেশে লাভ জিহাদের ঘটনায় কড়া হলেন যোগী আদিত্যনাথ, দিলেন অ্যাকশন প্ল্যান বানানোর নির্দেশ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের জেলা গুলোতে লাভ জিহাদের (Love Jihad) ঘটনা বেড়ে যাওয়ার ফলে চিন্তিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে যোগী সরকার কড়া পদক্ষেপ নেওয়ার কথা চিন্তাভাবনা করছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এরকম ঘটনা থামানোর জন্য কার্য যোজনা বানানোর নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, সম্প্রতি মেরঠ, কানপুর আর লক্ষ্মীপুরে যুবতীদের সাথে প্রতারণা আর ভালোবাসার জালে ফাঁসানোর ঘটনা সামনে এসেছে। এমনকি মেরঠ আর লক্ষ্মীপুরে লাভ জিহাদে ফাঁসিয়ে যুবতীদের হত্যাও করা হয়েছে।

জানিয়ে দিই, কানপুর জেলার শালিনী যাদব ওরফে ফিজা এর লাভ ম্যারেজের পর লাভ জিহাদের মামলা আরও বেড়ে চলেছে। শালিনী যাদব ওরফে ফিজার অসম্মতি আর দিল্লীর তিশ হাজারি কোর্টে ১৬৪ ধারা অনুযায়ী বয়ান দায়ের করার পর অনেক এমন পরিবার সামনে আসছে, যাঁদের অভিযোগ যে তাঁদের বাড়ির মেয়েদের ষড়যন্ত্র মাফিক নাম বদলে প্রেমের জালে ফাঁসিয়ে তাঁদের ধর্ম পরিবর্তন করার চাপ সৃষ্টি করা হচ্ছে।

এরকমই এক অভিযোগে পুলিশ অভিযুক্ত লকি খানকে গ্রেফতার করেছে। পুলিশ অনুযায়ী, কানপুরের বজরিয়া থানা এলাকার বাসিন্দা লকি খান ওই এলাকার এক নাবালিকা মেয়েকে নিজে হিন্দু হিসেবে পরিচয় দিয়ে প্রেমের জালে ফাঁসায়। আরেকদিকে, লক্ষ্মীপুরের এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার মামলা সামনে আসছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে আর জেরায় লাভ জেহাদের কথা সামনে এসেছে।

এর আগে জুলাই মাসে মেরঠে ডবল মার্ডার কেসের ঘটনায়ও লাভ জিহাদের মামলা সামনে আসে। হত্যাকারী শামশাদের এই কাহিনীর শুরু ফেসবুক থেকে হয়। ৫ বছর লিভইন রিলেশন ডবল মার্ডার কেস দিয়ে শেষ হয়। শামশাদের মুখোশ খোলা কিছু ভিডিও সশ্যাল্ল মিডিয়ায় ভাইরাল হয়। ওই ভিডিওতে পরিস্কার দেখা যায় যে, শামশাদ প্রথমে প্রিয়া আর তাঁর মেয়েকে নৃশংস ভাবে হত্যা করে, এরপর তাঁদের দেহ একটি চাদরে মুড়ে বেডরুমে গেঁড়ে দেয়। ওই বেডরুমেই প্রিয়া আর শামশাদ থাকত।

X