নিজেকেই গুলি মারল মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় থাকা দেহরক্ষী! রক্তাক্ত অবস্থায় উদ্ধার দেহ

বাংলা হান্ট ডেস্কঃ মধ্যপ্রদেশের ভোপালে একটি আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহানের (Shivraj Chauhan) সুরক্ষায় নিযুক্ত কনস্টেবল অজয় সিং সেঙ্গার গতকাল রাতে নিজের বাড়িতে আত্মহত্যা করেছেন। সূত্রের খবর অনুযায়ী, বুধবার রাতে অজয় নিজের সার্ভিস রিভলভার থেকে নিজের মাথায় গুলি চালান। গ্রামবাসীরা ঘটনাটি থানায় জানালে মঙ্গলওয়াড়া থানার পুলিশ বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় দেখা যায় রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে মৃতদেহটি।

অ্যাডিশনাল এসপি রামস্নেহী মিশ্র জানিয়েছেন, মৃতদেহটি আপাতত ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে রহস্যজনক বিষয়টি হলো, কনস্টেবল অজয় সিং সেঙ্গারের বাড়ি থেকে কোনরকম সুইসাইড নোট উদ্ধার হয়নি। পুলিশ জানিয়েছে, আত্মহত্যার কারণ সম্পর্কে এখনো সঠিক কিছু জানা যায়নি। তবে প্রত্যেকটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এই আত্মহত্যার পিছনে অন্য কারো কোনো ষড়যন্ত্র কাজ করছে কিনা সে বিষয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ।

অ্যাডিশনাল এসপি মিশ্র আরও জানান, ঘটনার দিন অজয়ের বাড়িতে পরিবারের আর কেউ ছিল না। পারিবারিক সূত্রে কোন কলহের জন্য অজয় এ ধরনের পদক্ষেপ নিলেন কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তারা। ইতিমধ্যেই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। জানা গিয়েছে কিছুদিন আগেই অজয়ের পরিবার শহরের বাইরে গিয়েছিলেন। আর সেই কারণেই পরিবারের সঙ্গে মতবিরোধের বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কনস্টেবল অজয় সিং সেঙ্গারের মৃত্যুতে যদি কোন অন্য ব্যক্তির হাত থাকে তাহলে অবশ্যই তা দ্রুত খুঁজে বের করবেন তারা এবং তার যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে। তবে আপাতত পাওয়া তথ্য অনুযায়ী অজয় আত্মহত্যা করেছেন বলেই সন্দেহ পুলিশের। কিন্তু এই ধরনের সিদ্ধান্তের পেছনে কোন হতাশা কাজ করছে কিনা তাও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তারা।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর