কয়লা-গরু পাচার কাণ্ডঃ সিবিআই দফতরে হাজির হলেন আইপিএস অফিসার

বাংলাহান্ট ডেস্কঃ কয়লা পাচারকাণ্ডে (coal scam) মূল অভিযুক্ত ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালার খোঁজ এখনও চালিয়ে যাচ্ছে সিবিআই। এই বিষয়ে সিবিআইয়ের তরফ থেকে রাজ্যের ৬ পুলিশ কর্তাকে গত ৫ ই জানুয়ারি নোটিশ পাঠানো হয়েছিল। সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবারে চন্দননগর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার তথাগত বসু (tathagata basu) গিয়ে হাজিরা দিলেন নিজাম প্যালেসে সিবিআই দফতরে। এই প্রথম এই বিষয়ের কোন আইপিএস অফিসারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কয়লা পাচারকাণ্ডে তদন্ত করতে গিয়ে সিবিআইয়ের গোয়েন্দারা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী বিনয় মিশ্রের রাসবিহারী ও চেতলার বাড়িতে গত ৩১ শে ডিসেম্বর হানা দিয়েছিল। বিনয় মিশ্রকে বাড়িতে পাওয়া না গেলেও, তাঁর মাধ্যমেই যে গরু পাচারের বেআইনি অর্থ প্রভাবশালীদের কাছে পৌঁছে যেত, সেবিষয়ে দাবি জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

CBI 1

শুধু তাই নয়, আগেই সিবিআই গরু পাচার কান্ডে অভিযুক্ত বিএসএফের কমান্ড্যান্ট সতীশ কুমারকে গ্রেফতার করেছে। তারপর সিবিআই-র পক্ষ থেকে এই গরু পাচার কান্ডের তদন্তের নিরিখে নাম উঠে আসা এক ডিআইজি সহ বিএসএফের ৪ অফিসারকে নোটিশ পাঠিয়ে দ্রুত নিজাম প্যালেসে সিবিআই দফতরে উপস্থিত হতে বলা হয়েছিল। তাদের মধ্যে নাম ছিল- এক ডিআইজি পদমর্যাদার অফিসার, ২ জন অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট এবং একজন ডেপুটি কমান্ড্যান্ট পদমর্যাদার অফিসারের।

Smita Hari

সম্পর্কিত খবর