ডবল অ্যাকশন! কয়লা পাচারকাণ্ডে এবার রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে নোটিস ED-র

বাংলা হান্ট ডেস্কঃ ইডির (ED) স্ক্যানারে এবার রাজ্যের আরেক মন্ত্রী। কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling Case) আইনমন্ত্রী মলয় ঘটককে (Law Minister Malay Ghatak) নোটিস দিল ইডি। সূত্রের খবর, একেবারে দিল্লির সদর দফতরে মন্ত্রীকে হাজিরার নির্দেশ দিয়েছে গোয়েন্দা সংস্থা। আগামী ১৯ জুন মলয়বাবুকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

উল্লেখ্য, এদিনই অভিষেক পত্নী রুজিরাকেও কয়লা পাচার কাণ্ডে তলব করেছে ইডি। আর তারপরই আইনমন্ত্রীকে তলব। এই পর পর তলব নিয়ে রাজ্য–রাজনীতিতে জোর চর্চা। একই দিনে এই দুজনকে তলবে অভিসন্ধি দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেস।

সূত্র মারফত খবর, আদালতের নির্দেশ ছিল সময় নিয়ে মন্ত্রী মলয় ঘটককে ডাকতে হবে। সেই মতো প্রথম ২ বার সময় না দিলেও, তৃতীয়বার মেল করলে সময় দিয়েছেন আইনমন্ত্রী। আর চলতি মাসেই ১৯ তারিখ মলয়বাবুকে সশরীরে হাজিরা দিতে হবে দিল্লিতে ইডির সদর দফতরে।

প্রসঙ্গত, পূর্বে কয়লা পাচারকাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী আধিকারিকরা। তবে এবার অভিষেক নয়, একই দিনে অভিষেকের স্ত্রী ও রাজ্যের আইনমন্ত্রীকে নোটিস দিল ইডি।

moloy ed

এর আগে মলয় ঘটকের আসানসোলের বাড়ি এবং পৈতৃক বাড়িতে হানা দিয়েছিল তদন্তকারীদের দল। তবে কার্যত খালি হাতেই ফেরেন তারা। এরপর রাজভবনের মন্ত্রী কোয়ার্টারের যে তলায় মলয় ঘটক থাকেন সেখানে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আর এবার দিল্লিতে ডাক পড়ল মন্ত্রীর।

তবে হঠাৎ বাংলার সীমানা ছাড়িয়ে কেন বাইরে তলব! রাজ্যের আইনমন্ত্রীকে নয়াদিল্লিতে নিয়ে গিয়ে তদন্ত করারই বা প্রয়োজনীয়তা কোথায় পড়ল! সেই নিয়ে উঠছে প্রশ্ন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর