বাংলা হান্ট ডেস্কঃ বিজাপুরে এনকাউন্টারের পর কোবরা কম্যান্ডো রেকেশ্বর সিং মানহাসকে অপহরণ করেছিল নকশালিরা। অপহরণ করার দু’দিন পর তাঁকে মুক্তও করা হয়। শুক্রবার রাকেশ্বর সিং মানহস জম্মু পৌঁছালেন। এয়ারপোর্টে ওনাকে স্বাগত জানানোর জন্য সাজোসাজো রব ছিল। ঢাক-ঢোল বাজিয়ে রাকেশ্বরকে বরনাইয়ে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়। নকশালদের থেকে ওনাকে মুক্ত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ১০ জন জওয়ানের মধ্যে ছয় জন জওয়ান আজ ওনার সঙ্গে উপস্থিত ছিলেন।
রাকেশ্বর সিংয়ের মা, স্ত্রী আর সন্তানও এয়ারপোর্টে ওনাকে স্বাগত জানানোর জন্য গিয়েছিলেন। রাকেশ্বরকে সুরক্ষিত দেখে সবার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। মাথায় তিলক পরিয়ে আর গলায় হার পরিয়ে কোবরা কম্যান্ডারকে স্বাগত জানানো হয়।
রাকেশ্বরের পরিবারের সকল সদস্য শুক্রবার দিনভর পুজো অর্চনা করেন। সবাই ওনার সুরক্ষিত বাড়ি পৌঁছানোর জন্য প্রার্থনা করেন। কোবরা কম্যান্ডার বাড়ি পৌঁছানোর পর তাঁর গ্রামে উৎসবের মহল সৃষ্টি হয়। গ্রামবাসী থেকে শুরু করে আত্মীয়স্বজনরা সবাই রাকেশ্বরের বাড়িতে পৌঁছে যান।
পরিবার, আত্মীয়স্বজন আর গ্রামের প্রতিটি মানুষই রাকেশ্বরকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত ছিলেন। এয়ারপোর্টে রাকেশ্বরের পরিবার, গ্রামবাসী আর আত্মীয়স্বজনদের সঙ্গে CRPF এর আধিকারিকরাও উপস্থিত ছিলেন। এয়ারপোর্ট থেকে প্রথমে ওনাকে একটি রিসর্টে নিয়ে যাওয়া হয়, সেখানে ওনাকে স্বাগত জানানোর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
রাকেশ্বর-এর মা কুন্তিদেবী বলেন, ছেলের বাড়ি ফেরার সময় যত এগিয়ে আসছিল, ততই সময় মনে হচ্ছিল আরও দীর্ঘ হয়ে যাচ্ছে। এক ঘণ্টা একদিনের মতো লাগছিল। আজ ছেলেকে নিজের সামনে দেখে শান্তি পেলাম।