দাম একদম সামান্য, এবার ভারতে মদ ব্যবসায় নামল কোকা-কোলা! লঞ্চ হল প্রথম ব্র্যান্ড

বাংলা হান্ট ডেস্কঃ প্রথমবারের জন্য মদের বাজারে প্রবেশ করছে কোকা-কোলা (The Coca-Cola Company)। মদ ব্যবসায় (Business) নেমেই বড় চমক রেখেছে এই কোম্পানি। এমন একটি মদ এনেছে কোকা-কোলা, যার দাম রাখা হয়েছে মানুষের পকেটের স্বাস্থ্যের কথা চিন্তা করেই। কোল্ড-ড্রিংকসের জগতে নিজেদের আধিপত্য গড়ে তোলার পর এবার কোকা-কোলার চোখ ভারতীয় মদের বাজারে।

কোম্পানিটি বাজারে এনেছে নতুন হার্ড ড্রিংকস। যা সুরাপ্রেমীদের মনকে খুশি করে তুলবে। লেমন ডিউ (LEMON-DOU) নামে মদের ব্র্যান্ডটিকে এই প্রথম ভারতের বাজারে নিয়ে এলো কোম্পানি। বর্তমানে গোয়া, মহারাষ্ট্রে মদ বিক্রি করছে কোকা-কোলা। শীঘ্রই ভারতে অন্যান্য শহরেও এটি পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। যা ২৫০ মিলি লিটার ক্যানের দাম মাত্র ২৩০ টাকা।

কোকা-কোলা মুখপাত্র ইকোনমি টাইমসকে জানান, তাদের নতুন পণ্য ‘লেমন ডিউ’ এর পাইলট প্রোজেক্ট পরীক্ষা করা হচ্ছে। বিশ্বের একাধিক দেশে এই মদ পাওয়া যায় বলে জানা গিয়েছে। তবে এটিকে এবার ভারতে আনার পরিকল্পনা করা হচ্ছে। লেমন ডিউ আসলে একধরণের অ্যালকোহল মিক্সচার। এটি তৈরী করা হয়েছে শোশু থেকে। ভডকার মতোই পানীয় এই লেমন ডিউ। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সফ্ট ড্রিংকস তৈরির কারখানায় কোনো ভাবেই এই লেমন ডিউ তৈরী করা হবেনা। এর তৈরির জায়গা হবে সম্পূর্ণ আলাদা।

সফট ড্রিংকসের বাজার এখন কার্যত রয়েছে কোকা-কোলা, পেপসি, স্প্রাইট, থামস আপ, লিমকা, ফান্টার মতো জনপ্রিয় ব্র্যান্ডের মালিক আসলে কোকা-কোলাই। আরেকদিকে রয়েছে সেভেন আপ, স্লাইস, পেপসি, স্টিং এর মতো ব্র্যান্ড রয়েছে পেপসির হাতে। এবার এই দুই কোম্পানিরই নজর রয়েছে মদের বাজারের দিকে। এই লেমন ডিউ আগে জাপানের বাজারেও লঞ্চ হয়েছিল। যদিও এখন কোকা-কোলার নজর রয়েছে লেমন ডিউ ভারতে সফল ভাবে ব্যবসা করতে পারলে, হার্ড মাউন্টেন ডিউকেও ভারতের বাজারে আনতে পারবে। এরফলে ভারতীয় সুরাপ্রেমীরাও তাঁদের পছন্দের জন্য বেশি অপশন পাবেন।

ad

সম্পর্কিত খবর