বাংলাহান্ট ডেস্কঃ বর্ষা (Rain) আপাতত বিদায় নিয়েছে। হালকা ঠাণ্ডা আমেজ থাকবে বসন্তে (Spring)। ভোরের দিকে এবং রাতের দিকের তাপমাত্রা বেশ আরামদায়ক থাকবে। ফলে শহরবাসী (Kolkata) বেশ আয়েশ করে উপভোগ করতে পারবে বসন্তের মিষ্টি মধুর প্রেমময় হাওয়া। বেশ কিছুদিন হালকা শীতের আমেজ থাকবে বসন্তে জানিয়েছে আলিপুর (Alipore) আবহাওয়া দফতর Weather Office)।
শীত (Winter) যেতে না যেতেই হাজির হয়েছিল বর্ষা। আর সেই বৃষ্টির সম্ভাবনা এখন নেই বলে জানায় হাওয়া অফিস। মাঝে সামান্য গরম পড়লেও, মঙ্গলবারের বৃষ্টির পর থেকেই তাপমাত্রা কিছুটা কমে যায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাসে বেড়েছে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ। এ দিন শহরের আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল ৯৬ শতাংশ এবং ন্যুনতম ৪০ শতাংশ। এতকিছুর পরেও কিন্তু আকাশ পরিষ্কার থাকবেএবং রাতের তাপমাত্রাও কমবে। তবে হালকা শীতের আমেজ থাকায় পাহাড় থেকে সমতল, এখন কোথাওই বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, এবারে বাড়বে তাপমাত্রা। গরম পড়বে শহরেও। বেশকিছু জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি করে বাড়বে, তো আবার কোথাও কোথাও তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রির থেকেও বেশি বাড়বে। তবে অতিরক্ত গরম না পড়ার সম্ভাবনাই বেশি। গরম বাড়লেও তাপমাত্রার পরিবর্তন কিন্তু থাকবেই। তারপমাত্রা কখনো বাড়বে, আবার কখনো কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে।
বর্ষাও কিন্তু আসবে জোরকদমেই। তাঁর পূর্বাভাস আগেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। তবে এখনই আসছে না বর্ষা। হালকা শীতের আমেজ নিয়ে বসন্ত উপভোগ করবে শহরবাসী।