কলেজে ভর্তির নিয়মে হবে বড়সড় বদল! মুখ্যমন্ত্রীর সম্মতিতে নয়া সিদ্ধান্ত উচ্চশিক্ষা দপ্তরের

বাংলা হান্ট ডেস্কঃ স্নাতক স্তরে কলেজে ভর্তি প্রক্রিয়ায় বড়সড় বদল আনতে চলেছে রাজ্য সরকার। কলেজে ভর্তির ক্ষেত্রে অতীতে যে নিয়ম ছিল, তাতে বিপুল পরিবর্তন ঘটানো হতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে এবার থেকে কলেজগুলিতে পড়ুয়াদের কেন্দ্রীয়ভাবে ভর্তি করানো হবে। কি এই কেন্দ্রীয় নিয়ম?

সূত্রের খবর, এই নিয়মের অধীনে প্রতিটি ইউনিভার্সিটির নিজস্ব কেন্দ্রীয় পোর্টালে গিয়ে ছাত্র-ছাত্রীরা সেই ইউনিভার্সিটি অন্তর্গত যেকোনো কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতির পর খুব দ্রুত সকলের সাথে এই নিয়মটি কার্যকর করার ব্যাপারে আলোচনায় বসতে চলেছে উচ্চশিক্ষা দপ্তর।

   

কেন্দ্রীয় ভাবে যদি সকল পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া শুরু করা যায়, তবে কলেজে ভর্তি সংক্রান্ত দুর্নীতি অনেকাংশে কমবে বলেই মত শিক্ষা মহলের। বর্তমানে পড়ুয়াদের ভর্তি সংক্রান্ত একাধিক দুর্নীতির অভিযোগ উঠে চলেছে। দুর্নীতি বন্ধ করার জন্য সম্প্রতি বেশ কয়েক বছর ধরে অনলাইনে ভর্তি শুরু করা হলেও কাউন্সেলিং-এর জন্য কলেজে উপস্থিত হতে হতো ছাত্র-ছাত্রীদের আর সেই সময়ে কলেজের ছাত্র সংসদ দ্বারা টাকা খেয়ে পড়ুয়াদের বেআইনিভাবে ভর্তি করানোর অভিযোগ উঠতো। এরপরে রাজ্য সরকার দ্বারা একাধিক ব্যবস্থা গ্রহণ করা হলেও দুর্নীতি বন্ধ করা যায়নি। তবে বর্তমানে কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়া চালু করা গেলে সেই দুর্নীতি অনেকটাই কমবে বলে আশা করছে সরকার।

তবে এক্ষেত্রে বেশ কয়েকটি প্রশ্ন উঠতে শুরু করেছে, যেমন কোনো বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সর্বোচ্চ কটি কলেজে ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে, সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। এছাড়াও বিগত দুই বছর ধরে করোনা মহামারীর কারণে কলেজে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের কোনরকম ফি দিতে হতো না, কিন্তু বর্তমান সময় নতুন প্রক্রিয়া চালু করা হলে পুনরায় ফি দিতে হবে কিনা, সে বিষয়েও রয়ে গেছে প্রশ্ন চিহ্ন।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর