কলেজ ছাত্রীকে কুরুচিকর মেসেজ পাঠানোর অভিযোগ! শুভেন্দুর বিরুদ্ধে থানায় দায়ের হল FIR

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অস্বস্তি ক্রমাগত যেন বেড়েই চলেছে। একদিকে যখন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সরকারের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানিয়ে চলেছেন বিজেপি নেতা, তারপর অপরদিকে তাঁর বিরুদ্ধে একাধিক ইস্যুকে সামনে এনে থানায় অভিযোগ দায়ের করে চলেছে শাসক পক্ষ। সম্প্রতি রাজ্যের আদিবাসী মন্ত্রী বিরবাহা হাঁসদাকে ‘অসম্মানজনক’ মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় আর এবার এক কলেজছাত্রীর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করার জন্য অস্বস্তি বহুগুনে বৃদ্ধি পেল শুভেন্দুর। এক্ষেত্রে হাওড়ার  সাঁকরাইল (Sankrail Police Station) থানায় বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে।

সাম্প্রতিক সময়ে একের পর এক ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস বনাম শুভেন্দু অধিকারী সংঘাত চরমে। তৃণমূল সরকার, মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেককে উদ্দেশ্য করে একের পর এক আক্রমণ শানিয়ে চলেছেন শুভেন্দু। আবার অপরদিকে, বিজেপি নেতাকেও চাপে রেখে চলেছে শাসক দল।

সম্প্রতি আদিবাসী মন্ত্রী বিরবাহা হাঁসদাকে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্য করায় শুভেন্দুর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছে তৃণমূল নেতৃত্ব। এর মাঝে এবার এক কলেজ ছাত্রী তথা যুব তৃণমূল কংগ্রেস কর্মীকে হোয়াটসঅ্যাপে কুরুচিকর কথা লেখার জন্য শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছ। সূত্রের খবর অনুযায়ী, বর্তমানে হাওড়ার সাঁকরাইল থানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক কলেজ ছাত্রী। এক্ষেত্রে হোয়াটসঅ্যাপে তাঁকে অশ্লীল ভাষায় আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ।

সম্প্রতি, শুভেন্দুকে ‘গেট ওয়েল সুন’ লিখে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠান ওই কলেজ ছাত্রী। পরবর্তীতে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়ক এবং পরবর্তীতে ছাত্রীটিকে অশ্লীল ভাষায় আক্রমণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় সাঁকরাইল থানায় অভিযোগ দায়ের করেছেন ওই কলেজ ছাত্রী এবং হাওড়া জেলা তৃণমূল যুব সভাপতি কৈলাস মিশ্র ও এলাকার তৃণমূল বিধায়িকা। একইসঙ্গে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেন তারা।

প্রসঙ্গত, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পরবর্তীতে শুভেন্দুকে ‘গেট ওয়েল সুন’ কার্ড এবং গোলাপ পাঠানোর পরিকল্পনা নেয় তৃণমূল ছাত্র যুব সংগঠন। পরবর্তীতে আদালতের নির্দেশে শুভেন্দুর বাড়ির সামনে জমায়েতে নিষেধ করা হলে এক্ষেত্রে হোয়াটসঅ্যাপেই তাঁকে একের পর এক শুভেচ্ছা বার্তা বিনিময় করতে থাকেন তৃণমূল নেতাকর্মীরা।

সেই মতোই ওই কলেজছাত্রী ও ‘গেট ওয়েল সুন’ মেসেজ পাঠালে তাতেই ক্ষোভে ফেটে পড়েন শুভেন্দু এবং অশ্লীল ভাষায় তাঁকে আক্রমণ করা হয় বলে অভিযোগ। যদিও এই এফআইআর-এর বিরুদ্ধে এখনো পর্যন্ত বিরোধী দলনেতার কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি।

X