বাংলা হান্ট ডেস্কঃ উত্তর কাশ্মীরে শনিবার রাতে জঙ্গিদের সাথে হওয়া এনকাউন্টারে (Handwara Encounter) শহীদ হওয়া পাঁচজন সেনার মধ্যে কর্নেল আশুতোষ শর্মাও (Colonel Ashutosh Sharma) ছিলেন। কর্নেল শর্মা জঙ্গি বিরোধী অভিযানে শহীদ হওয়া রাষ্ট্রীয় রাইফেলস এর দ্বিতীয় কম্যান্ডিং অফিসার ছিলেন। সন্মানিত এই সৈন্য অফিসার কাশ্মীরে অনেক সফল জঙ্গি বিরোধী অভিযানের অংশ ছিলেন।
কর্নেল শর্মার কথা মনে করে ওনার ভাই পীযূষ শর্মা বলেন, যতই সমস্যা আসুক না কেন, উনি যেটা মনে করতেন যে করব, সেটাই করেই ছাড়তেন। জয়পুরের একটি ওষুধ কোম্পানিতে কাজ করা পীযূষ বলেন, তাঁর কাছে হয় করো, না হয় মরো এরকম একটা ব্যাপার ছিল। তাঁর একমাত্র স্বপ্ন ছিল সেনায় ভর্তি হওয়া।
পীযূষ বলেন, সে কোনও না কোন ভাবে সেনায় অংশ নেওয়ার জন্য ছুটে চলে যেত। ১৩ বার চেষ্টা করার পর সে সেনায় ভর্তি হওয়ার জন্য সফল হয়েছিল। এরপর থেকে তাঁকে আর পিছনে ফিরে দেখতে হয়নি। আপনাদের জানিয়ে দিই, কর্নেল শর্মা ২০০০ সালে ভারতীয় সেনায় নাম লিখিয়েছিলেন।
পীযূষ তাঁর ভাইয়ের সাথে ১লা মে হওয়া কথাবার্তার কথা মনে করে বলে, সেদিন রাষ্ট্রীয় রাইফেলস এর স্থাপনা দিবস ছিল। আর সেদিন সে আমাকে জানিয়েছিল যে, এই মহামারীর মধ্যেও এই স্থাপনা দিবস কেমন ভাবে পাওন করেছিল তাঁরা। আমি তাঁকে অনেকবার বুঝিয়েছি যে সাবধানে থাকিস। সে আমাকে বারবার বলত, দাদা আমার কিছু হবেনা।
পীযূষ কর্নেল শর্মার থেকে তিন বছরের বড়। উনি বলেন, আশুতোষ কিছু ছবি পাঠিয়েছিল, আর সেটাই এখন আমাদের কাছে তাঁর শেষ স্মৃতি। পীযূষ জানায়, আমি যদি জানতাম এটাই আমার সাথে তাঁর শেষ কথা, তাহলে আমি ওর ফোন রাখতামই না।