পয়গম্বর মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য! গ্রেফতার তেলেঙ্গানার একমাত্র BJP বিধায়ক টি রাজা

বাংলাহান্ট ডেস্ক : মাত্র কয়েকমাস আগেই গোটা বিশ্ব উত্তাল হয়ে উঠেছিল বিজেপির (BJP) প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার (Nupur Sharma) পয়গম্বর বিরোধী মন্তব্য নিয়ে। হিংসাত্মক হয়ে উঠেছিল দেশীয় রাজনীতি। সেই হিংসার আগুন এখনও নেভেনি। এরই মাঝে আবার একই ঘটনার পুনরাবৃত্তি। তেলেঙ্গানার (Telangana) বিজেপি বিধায়ক (BJP MLA) টি রাজা সিং-র (T Raja Singh) মন্তব্যে আবারও অগ্নিগর্ভ পরিস্থিতি। অভিযোগ, পদ্ম নেতা পয়গম্বরকে অপমান করে বক্তব্য রেখেছেন। এরপরই মানুষ তাঁর বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে। টি রাজাকে গ্রেফতারের দাবি জানায় বিক্ষোভকারীরা।

1013580 mla raja singh

তেলেঙ্গানা পুলিশ সূত্রে খবর, টি রাজার বিরুদ্ধে পয়গম্বর বিরোধী মন্তব্য করার জন্য মামলা দায়ের করা হয়েছে। শহরের ডেপুটি কমিশনার অফ পুলিশ পী সাই চৈতন্য জানান, গত রাতে অসংখ্য মানুষ সাউথ জোনের ডিসিপি অফিসের সামনে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের বক্তব্য ছিল, বিজেপি বিধায়ক টি রাজা সিংহ একটি বিশেষ ধর্ম সম্প্রদায়ের ধর্মীয় আবেগ আঘাত করেছেন। তাঁদের দাবি, এই অপরাধে গ্রেফতার করতে হবে ওই বিধায়ককে। ইতিমধ্যেই বেশ কয়েকটি ধারায় টি রাজার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

কী হয়েছিল ঘটনা? জানা যাচ্ছে, সম্প্রতি বিজেপি বিধায়ক টি রাজা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেন। এই ভিডিওকে কেন্দ্র করেই তিনি পয়গম্বরের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেন। তাঁর এই পোস্টটি ভাইরাল হয়ে যায়। রাতারাতি মানুষ দবীরপুরা, ভবানী নগর, মিচোক, রেনবাজার এলাকার থানায় থানায় বিক্ষোভ দেখানো শুরু করে।

1307597 raja singh

তবে এই প্রথম নয়। এর আগেও টি রাজা কমেডিয়ান মুনওয়ার ফারুকীকে হুমকি দেন বলে জানা যাচ্ছে। এমনকি ফারুকীর কমেডি অনুষ্ঠানকেও বয়কট করার দাবি জানান। অনুষ্ঠান বন্ধও করার চেষ্টা করেন তিনি। জানা যাচ্ছে, গত শুক্রবার টি রাজা ফারুকীর অনুষ্ঠানে ঢুকে তা বন্ধ করারও চেষ্টা করেন।


Sudipto

সম্পর্কিত খবর