হ্যাক হয়ে গেল CPM এর ফেসবুক পেজ! ভিডিওর জায়গায় শেয়ার হচ্ছে গেমস, তুমুল কটাক্ষ BJP-TMC-র

বাংলা হান্ট ডেস্ক : বিপাকে সিপিএম (CPM) জেলা নেতৃত্ব। সমস্যায় দলের অফিসিয়াল ফেসবুক পেজ (Facebook Page)। যেখানে এতদিন প্রচারের পাশাপাশি, দলের বিভিন্ন কর্মসূচির বিষয় তুলে ধরা হত, পঞ্চায়েত ভোটের আগে, তা আরও জোরদার করার পরিকল্পনাও ছিল। কিন্তু বিধি বাম! গত ১৩ এপ্রিল থেকে দলের তরফে কেউ কোন পোস্ট করতে পারছেন না এই ফেসবুক পেজে । উল্টে পোস্ট হয়ে যাচ্ছে ভিডিও গেম!

এসব দেখেই, দলের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক (Facebook Account Hacked) হয়েছে বলে অভিযোগ তুলেছে, পশ্চিম মেদিনীপুরের জেলা সিপিএম নেতৃত্ব (West Medinipore CPM)। মেদিনীপুরের সাইবার ক্রাইম থানায় (Medinipore Cyber Crime Police Station) লিখিত অভিযোগও জানানো হয়েছে দলের তরফে।

   

cpm

সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানানোর পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের সিপিএমের সোশ্যাল মিডিয়া সেলের কনভেনার মেঘনাদ ভুইঁয়া জানান, এর আগেও এসএফআই-এর ৩ টি পেজ এইভাবে হ্যাক করা হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে তাদের প্রচার ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ। এর পিছনে থাকতে পারে রাজনৈতিক কারণও, ইঙ্গিত সিপিএমের। পঞ্চায়েত ভোটের মুখে ফেসবুক পেজ হ্যাক হওয়ায়, সিপিএমের জেলা নেতৃত্ব যখন বেশ সমস্যায় পড়েছে, তখন অন্যদিক থেকে আবার এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল ও বিজেপি শিবিরও।

তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা বলেছেন, ‘সিপিএমকে যেমন বাংলার মানুষ চাইছে না, আমার মনে হচ্ছে সিপিএমকে ফেসবুক কোম্পানিও পছন্দ করছে না। কারণ সিপিএম মানেই গণহত্যা, সিপিএম মানেই রক্ত, সিপিএম মানেই ঘর লুট’।

অপরদিকে বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি রমাপ্রসাদ গিরি বলেন, ‘সিপিএমকে বাংলার মানুষ ছুড়ে ফেলে দিয়েছে। সিপিএম ফেসবুকে বেঁচে ছিল। এখন ফেসবুকও সিপিএমকে পছন্দ করছে না। এটাতে আর কি বলা যাবে?’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর