বাংলা হান্ট ডেস্ক : প্রকাশ্যে এক চাঞ্চল্যকর তথ্য। ভারতের কমিউনিস্ট পার্টির (Communist Party of India) নেতা প্রকাশ কারাতের (Prakash Karat) সঙ্গে থটওয়ার্কসের প্রতিষ্ঠাতা নেভিল রায় সিংগামের (Neville Roy Singham) ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। উভয়ের মধ্যে ইমেল মারফত আলাপচারিতা। একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনাও হয়েছিল বলে জানা যাচ্ছে। ইমেল মারফত পাঠানো সেই চিঠির অংশই এখন সংবাদমাধ্যমের হাতে।
চিনের পক্ষ নিয়ে সওয়াল ফান্ডেড মিডিয়ার : আমেরিকার জনপ্রিয় সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের তদন্তে উঠে এসেছে এই ইমেল বিষয়টি। সেই ইমেল সূত্রে জানা যাচ্ছে, নেভিল রয় সিংগাম তার অলাভজনক নেটওয়ার্ক এবং নিউজক্লিকের মতো ফান্ডেড মিডিয়া সংস্থাগুলিকে চিনের পক্ষে নিয়ে কথা বলার জন্যই ব্যবহার করে। মূলত চিনা দৃষ্টিভঙ্গীকেই প্রচার করে এই জাতীয় সংবাদমাধ্যম।
সমাজতন্ত্র বনাম ধনতন্ত্র : কারাত ও নেভিলের মধ্যে ১ জানুয়ারী ২০২১ তারিখের ইমেল আদান-প্রদান হয়। নেভিল নেট দুনিয়াকে একচেটিয়া নিয়ন্ত্রণ, ফিনটেক সংস্থাগুলিকে ডি-কাপলিং করার বিষয়ে চিনের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি সেই ইমেলে প্রকাশ্যেই বলেছেন ধনতন্ত্র কখনই সমাজতন্ত্রকে চ্যালেঞ্জ করতে পারে না। তাদের সমাজকে বিপর্যস্ত করার জন্য বিন্দুমাত্রও রাজনৈতিক স্থান দেওয়া যাবে না। নেভিল ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলিতে চিনা দর্শকের জন্য সমস্ত অনুষ্ঠান আরও ভাল করে কভারেজ করার জন্য এবং মূলত কমিউনিজমের সাথে যুক্ত হওয়ার জন্য প্রকাশ কারাতকে আরও সহযোগিতার জন্য চাপ দেন।
আলিবাবা বনাম চিন : নেভিলের এই আবেদনে সাড়াও দেন বাম নেতা। এই প্রসঙ্গে প্রকাশ ইতিবাচক উত্তর দিয়ে জানান, আলিবাবার বিরুদ্ধে চিনের দমনমূলক পদক্ষেপগুলি বেশ উল্লেখযোগ্য ছিল। প্রকাশ লেখেন, সিপিআই(এম) এর গাউঞ্চা অংশটি বেশ বিস্তারিত ছিল। সেখানে এই ধরনের কভারেজ দেখে বেশ ভালো লাগছে। যখন সীমান্ত সমস্যাকে হাতিয়ার করে এখানকার মিডিয়ায় চিন বিরোধী অনুভূতিকে আরও জোরদার করা হচ্ছে, সেই সময় এই জাতীয় অনুষ্ঠান এক আলাদাই উন্মাদনা তৈরি করে বলে দাবি তাঁর।
গালওয়ান সংঘর্ষ : প্রকাশ আরও লেখেন, ‘এক কয়েক মাস আগে গালওয়ান সংঘর্ষের পর যখন ভারত ও চিন পূর্ব লাদাখে সীমান্তে সংকট তীব্র হচ্ছিল সেই সময় গাউঞ্চায় তাঁর দলের একটি উজ্জ্বল বিবরণ প্রকাশ করা হয়।’ বাম নেতা নেভিলকে লেখেন, ‘আমি আপনাকে পিপলস ডেমোক্রেসির বর্তমান বিষয়ের উপর একটি পিডিএফ ফাইল পাঠাচ্ছি। আপনি যদি চান, আমি আপনাকে মেইলিং লিস্টেও রাখব।’