আম্বানির গাড়িও নস্যি! বিশ্বের সবচেয়ে দামী চাকা তৈরি করে তাক লাগালেন এই ভারতীয় বংশোদ্ভুত ব্যবসায়ী

বাংলা হান্ট ডেস্ক : বিশ্বের সবচেয়ে দামি গাড়ি গুলির মধ্যে অন্যতম হল মার্সিডিজ, ফেরারি ইত্যাদি। যে কোন ধনকুবেররই গ্যারাজের শোভাবর্ধন করে এই গাড়িগুলি। এইসব গাড়ি কেনা তো দূর, সামনে থেকে দেখলেও অবাক হন অনেকে। এখন যদি বলি বিশ্বে এমন এক চাকা রয়েছে যার দামে কিনে নেওয়া যাবে আস্ত একটা মার্সিডিজ কিংবা ফেরারি! তাহলে কি খুব অবাক হবেন?

অবাক হলেও এটাই সত্যি। 2016 সালে দুবাইয়ের Z টায়ার নামক একটি সংস্থা বানিয়েছিল অতি মূল্যবান এই চাকা। গিনিস বুকে রেকর্ড গড়ে ফেলা এই চাকা তৈরি করেছে ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যবসায়ী। এই চাকাটি 6 লক্ষ মার্কিন ডলারে (ভারতীয় মুদ্রায় যা প্রায় 4.01 কোটি টাকা) বিক্রি হয় দুবাইয়ের এক শিল্প মেলায়।

   

গাড়ির দামই বলে দিচ্ছে যে, এই চাকা বাজারের আর পাঁচটা চাকা থেকে সম্পূর্ণ আলাদা। তবে কী এমন আছে যার কারণে দামের এত বেশি হেরফের? আসলে Z Tyre কোম্পানির এই চাকাতে রয়েছে 24 ক্যারট সোনা এবং হিরে দিয়ে লেখা সংস্থার লোগো। আর চাকার উপর এই কারুকার্য করেছে ইতালির আর্টসিয়ান জুয়েলার্স। যারা এর আগে বানিয়েছে আবু ধাবির প্রেসিডেন্সিয়াল প্যালেস। আরব আমিরাতের গল্ফ লিফিংও ডিজাইন করেছে তারা।

এই চাকাটির দামের তুলনা করলে, বর্তমানে ফেরারির দাম 3 কোটি টাকা এবং মার্সিডিজ গাড়ির প্রারম্ভিক দাম হয় 70 লাখ টাকা। সেই হিসেবে একটি চাকার দামে চলে আসবে একটি ফেরারি এবং একটি মার্সিডিজ অথবা 4টি মার্সিডিজ কেনা যাবে। তবে এরকম দামি চাকা যে কেবল সাজিয়ে রাখার জন্যই বানানো হয় এমনটা কিন্তু নয়। বেশ কিছু চাকা এমনও আছে যা রাস্তায় ব্যবহার করা হয় এবং এগুলির দাম কয়েক লক্ষ টাকা।

most expensive tyre

এই তালিকায় প্রথমেই যে নামটা আসবে তা হল Letourneau L-2350। এটি উচ্চতায় 14 ফুট এবং পরিধি 4 মিটার। এই চাকার ওজন প্রায় 6 টন, এটির দাম 42.21 লাখ টাকা।

দ্বিতীয় চাকাটি হল Caterpillar 797। এই চাকাটি সাধারণত খননকার্যে ব্যবহার করা হয়। জেনে অবাক হবেন যে এই চাকাটি সারানোর জন্য 47টি নাটস-এর প্রয়োজন হয়। Michelin নামক একটি সংস্থা এই চাকাটি তৈরি করেছে। চাকাটির ওজন প্রায় 5.3 টন এবং একটি দাম রয়েছে 28.47 লাখ টাকা।

worlds most expensive tyres cropped 1200x675

 

তিন নাম্বার চাকাটি ব্যবহার করা হয়েছে সুপার বিলাসবহুল গাড়ি Buggati Veyron। এই গাড়িটিকে বিশ্বের দ্রুততম গাড়ি হিসাবেও অভিহিত করা হয়। এই চাকাটিও তৈরি করা হয়েছে Michelin সংস্থাটি। একটি চাকার দাম মাত্র 26.80 লক্ষ টাকা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর