বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য এবার রেলওয়ে বোর্ডের (Indian Railways) পক্ষ থেকে একটি বড় ঘোষণা করা হয়েছে। মূলত, এবার থেকে ট্রেন দুর্ঘটনায় কারোর প্রাণহানি ঘটলে কিংবা আহত হলে সেক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ ১০ গুণ বাড়িয়েছে রেল। এর আগে, ক্ষতিপূরণের পরিমাণ সর্বশেষ পরিবর্তন করা হয়েছিল ২০১২ এবং ২০১৩ সালে। পাশাপাশি, রেলের করা এই পরিবর্তনটি দুর্ঘটনায় গুরুতর এবং সামান্য আঘাতপ্রাপ্তদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। নতুন পরিবর্তনের মাধ্যমে, দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে রেলের আর্থিক সাহায্যের পরিমাণ ৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। একইভাবে, গুরুতর আঘাতের ক্ষেত্রে প্রদত্ত সহায়তার পরিমাণ ২৫,০০০ টাকা থেকে বৃদ্ধি করে ২.৫ লক্ষ টাকা করা হয়েছে।
১৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে নতুন নিয়ম: পাশাপাশি, ট্রেন দুর্ঘটনায় কেউ সামান্য আহত হলে সেক্ষেত্রে সাহায্যের পরিমাণ বাড়িয়ে ৫,০০০ টাকা থেকে বৃদ্ধি করে ৫০,০০০ টাকা করা হয়েছে। রেলের দেওয়া তথ্য অনুযায়ী, ট্রেন দুর্ঘটনা এবং সেই সম্পকির্ত অপ্রীতিকর ঘটনায় প্রাণ হারানোর ক্ষেত্রে ও আহত যাত্রীদের পরিবারকে দেওয়া সহায়তার পরিমাণ সংশোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুধু তাই নয়, সড়কপথে যাতায়াতকারীদের সহায়তার পরিমাণও বাড়ানো হয়েছে বলেও জানানো হয়। এই নিয়মটি সেই সমস্ত ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে যাঁরা রেলের প্রাথমিক দায়বদ্ধতার কারণে কোনো প্রহরীযুক্ত লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনার সম্মুখীন হবেন। ইতিমধ্যেই এই নিয়ম গত ১৮ সেপ্টেম্বর থেকে কার্যকর করেছে।
আরও পড়ুন: ফের কড়া পদক্ষেপ! এবার এই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI, আপনার অ্যাকাউন্ট নেই তো?
দেওয়া হবে ৫ লক্ষ টাকার সহায়তা: রেলের নতুন নিয়ম অনুযায়ী, এখন ট্রেনে এবং প্রহরীযুক্ত লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মারা যাওয়ার ঘটনায় মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে। একইভাবে, কোনো যাত্রী গুরুতর আহত হলে তিনি এখন ২.৫ লক্ষ টাকা পাবেন। এছাড়াও, সামান্য আহত হয়েছেন এমন যাত্রীরা পাবেন ৫০,০০০ টাকা। আগে এই পরিমাণ ছিল মৃতদের জন্য ৫০,০০০ টাকা, গুরুতর আহতদের জন্য ২৫,০০০ টাকা এবং সামান্য আহতদের জন্য ৫,০০০ টাকা।
আরও পড়ুন: গ্রাহকদের জন্য ১০০ টাকার কম দামে দুর্দান্ত প্ল্যান সামনে আনল Jio-Airtel-Vi, রইল তালিকা
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রেলওয়ের পক্ষ থেকে যেকোনো অপ্রীতিকর ঘটনার মধ্যে ট্রেনে সন্ত্রাসবাদী হামলা, হিংসাত্মক হামলা এবং ট্রেনে ডাকাতির মতো ঘটনাও অন্তর্ভুক্ত রাখা হয়েছে। পাশাপাশি ট্রেন দুর্ঘটনার ক্ষেত্রে গুরুতর আহতদের ৩০ দিনের বেশি হাসপাতালে ভর্তি করা হলে অতিরিক্ত ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে বলা হয়েছে যে, প্রতি ১০ দিনের মেয়াদ শেষে বা ছাড়ার তারিখ, যেটিই আগে আসুক না কেন প্রতিদিন ৩,০০০ টাকা দেওয়া হবে।