যে দলেই ভোট দেওয়া হচ্ছে না কেন, তা পড়ছে বিজেপির ঝুলিতে! অভিযোগ মাজনার ভোটারদের

বাংলাহান্ট ডেস্কঃ যে দলেই ভোট দেওয়া হচ্ছে না কেন, তা গিয়ে পড়ছে বিজেপির (bjp) ঝুলিতে! এমনটাই অভিযোগ করলেন দক্ষিণ কাঁথির (kanthi) মাজনায় ভোটারা। তাদের দাবি, ইভিএম মেশিনের যে বোতামেই টিপ দেওয়া হচ্ছে, তা বিজেপির হয়ে ভোট পড়ছে। ভোটদাতাদের একাংশের অভিযোগ কিছুক্ষণ বন্ধ রাখা হয় ভোটদান পর্ব।

ভোটারদের বিক্ষোভের জেরে মাজনায় দুটি  বুথে বন্ধ রাখা হয় ভোট কেন্দ্রের দরজা। ভোটকর্মী ও রাজনৈতিক দলগুলির এজেন্টরা থেকে যান ভেতরে। রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন ভোটদাতারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী।

hbhbhbhbd

তৃণমূলের পক্ষ থেকে ইভিএমে কারচুপির অভিযোগ করা হয়েছে। এবিষয়ে প্রিসাইডিং অফিসার জানিয়েছেন, এই অভিযোগ একেবারেই সঠিক নয়। ভিভিপ্যাট দেখেছেন ভোটাররা, তারপরও তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন। সেই কারণে ভোটগ্রহণ কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ফের ভোটদান শুরু হয়। একাংশ ভোটারদের দাবি, আগের সব বাতিল করে আবারও নতুন করে ভোটদান শুরু করে হোক।

ভোটারদের অভিযোগ, তৃণমূলে ভোট দিলে তা বিজেপিতে গিয়ে পড়ছে। পরাজয় নিশ্চিত জেনেই শুভেন্দু অধিকারী, অমিত শাহরা নির্বাচন কমিশনকে টাকা খাইয়ে এই কাজ করেছে। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনভাবেই ইভিএমে কারচুপি করা সম্ভব নয়।

বাংলায় প্রথম দফার নির্বাচনে নানারকম সমস্যা দেখা দিতে শুরু করেছে। নির্বাচনের আগের রাত থেকে সকাল অবধি নানা ধরনের সমস্যা চোখে পড়েছে। এখনও অবধি বলা যাচ্ছে না যে, শান্তিপূর্ণ ভোটদান হচ্ছে।

Smita Hari

সম্পর্কিত খবর