‘মমতা চোর’ লেখা টি-শার্ট পরার জের! শুভেন্দুর বিরুদ্ধে একাধিক থানায় দায়ের অভিযোগ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সাম্প্রতিক নির্বাচনের ফলাফলে ৩ রাজ্যে বিজেপি (BJP)ঝড় দেখেছে গোটা দেশ। এর প্রভাব এবার দেখা গেলো বঙ্গ বিজেপির মনোভাবেও। এই কারণেই সপ্তাহের প্রথম দিনে বিধানসভায় লাড্ডু বিলি করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে আসল ঘটনা ঘটে এরপরে। মমতা ব্যানার্জি (Mamata Banerjee) যখন সেখানে উপস্থিত হন, তখন শুভেন্দুর নেতৃত্বে ‘চোর চোর’ ধ্বনি দেন বিজেপি বিধায়করা। এরপর সেখান থেকে বেরোনোর পরে রেড রোডের দিকে এগোনোর সময়ে তাঁদের পরনে ছিল ‘মমতা চোর’ লেখা টি-শার্ট।

বিজেপি সমর্থকদের এই অভিনব বিক্ষোভের পরে করা পদক্ষেপ নিয়েছেন তৃণমূলের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাংলার মানুষকে অপমান করা হয়েছে এমন দাবি তুলে শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়কদের বিরুদ্ধে এদিন ময়দান ও হেয়ার স্ট্রীট থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

বিজেপির এই ঘটনার করা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের নেতা অরূপ চক্রবর্তী। তিনি বলেছেন, “চোরের মায়ের আবার বড় গলা! গোটা ভারতবাসী দেখেছে শুভেন্দু অধিকারীকে খবরের কাগজে মুড়ে টাকা নিতে। দেশের মানুষ তো আর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এরকম অবস্থায় দেখেনি। শুভেন্দু অধিকারী যেভাবে প্রকাশ্যে একজন মুখ্যমন্ত্রী সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছে তারপরে আইনের পথে ব্যবস্থা নেওয়া হবে।”

তৃণমূলের তরফ থেকে আরও দাবি করা হয়েছে যে বিজেপির কাছে যাতে ঘাড়-ধাক্কা খেতে না হয় তাই এই জাতীয় কাজ করে আলোচনায় থাকতে চাইছেন শুভেন্দু। ২০২১ সালের পর থেকে ক্রমশ বিজেপির বিধায়ক সংখ্যা কমছে এবং সেই জন্যই দলের কাছে ভরসা হারানো শুভেন্দু মরিয়া এসব কাজ করে নিজের ভরসা করা গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর