বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চলতি মাস অর্থাৎ সেপ্টেম্বরের (September) প্রায় শেষের দিকে উপস্থিত হয়েছি আমরা। এমতাবস্থায়, এই মাস শেষ হওয়ার আগেই যাঁদের Demat অ্যাকাউন্ট রয়েছে এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তাঁদেরকে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলতে হবে। মূলত, ৩০ সেপ্টেম্বরের আগেই সম্পন্ন করতে হবে কাজটি।
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই নির্ধারিত তারিখের মধ্যে কাজটি করা না হলে ওই বিনিয়োগকারীদের অ্যাকাউন্ট ফ্রিজ পর্যন্ত হয়ে যেতে পারে। তাই অবশ্যই সতর্ক হওয়া প্রয়োজন এবং আপনি যদি এখনও পর্যন্ত ওই কাজটি না করে থাকেন তাহলে সেটি সম্পন্ন করে ফেলুন। আপনাকে যেটি করতে হবে তা হল, আপনার Demat অ্যাকাউন্টে অবশ্যই নমিনিকে যুক্ত করতে হবে।
এমতাবস্থায়, আপনি যদি এখনও পর্যন্ত Demat অ্যাকাউন্টে নমিনেশনের প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন না করেন সেক্ষেত্রে দ্রুত এই কাজটি সেরে নিন। নাহলে আপনি বিনিয়োগ করতে পারবেন না। এদিকে, নমিনেশন বিহীন অ্যাকাউন্টগুলিকে নিষ্ক্রিয় করা হতে পারে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বাজার নিয়ন্ত্রক সংস্থা SEBI এক্ষেত্রে Demat অ্যাকাউন্টে নমিনেশনের বিষয়টিকে বাধ্যতামূলক করেছে।
আরও পড়ুন: ১৫,০০০ টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে দাঁড় করিয়েছিলেন কোম্পানি! আজ টার্নওভার ১,৫০০ কোটি
মূলত, বিনিয়োগকারীদের সম্পদ সুরক্ষিত করতে এবং তাঁদের আইনি উত্তরাধিকারীদের কাছে হস্তান্তরে সহায়তা করার লক্ষ্যে এই নিয়মটি বাধ্যতামূলক করা হয়েছে। তবে, যাঁরা ইতিমধ্যেই তাঁদের Demat অ্যাকাউন্টে নমিনেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন তাঁদের নতুন করে কিছু করতে হবে না।
আরও পড়ুন: এবার আর্থিক বিষয়ে বিশ্ব ব্যাঙ্কের ভর্ৎসনার সম্মুখীন পাকিস্তান! সামনে এল চাঞ্চল্যকর তথ্য
প্রসঙ্গত উল্লেখ্য যে, SEBI কর্তৃক নির্ধারণ করা নিয়ম অনুসারে, যেকোনো Demat অ্যাকাউন্টে সর্বাধিক তিনজন নমিনিকে যুক্ত করা যেতে পারে। পাশাপাশি আপনি যদি আপনার অ্যাকাউন্টে কোনো নমিনি যুক্ত করতে না চান সেক্ষেত্রে একটি ঘোষণাপত্রের মাধ্যমে আপনি এটি এড়িয়ে চলার বিকল্পটি বেছে নিতে পারেন।