ধাক্কা খেল অভিষেকের শ্যালিকা! আদালতের অবমাননা করেনি ইডি বলল হাইকোর্ট

বাংলাহান্ট ডেস্ক : আদালত তাঁকে রক্ষাকবচ দিলেও ব্যাঙ্কক যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরেই বাধা দেওয়া হয় তাঁকে। এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) – এর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকা মেনকা গম্ভীর (Menaka Gambhir)। আজ শুক্রবার সেই মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ রায় দেন, ইডি বা অভিবাসন দফতর ইচ্ছাকৃতভাবে আদালত অবমাননা হবে এমন কোনও কাজ করেনি

মেনকা দায়ের করা মামলাটি ওঠে বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে। বিচারপতি ভট্টাচার্য বৃহস্পতিবার সকালে ইডিকে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দেন। সেখানে ইডির আইনজীবী এসভি রাজু দাবি করেন, সেদিন বিমানবন্দরে যা হয়েছিল সেটাকে হয়রানি বলা গেলেও আদালত অবমাননা বলা যায় না।

সেই বক্তব্য শোনার পর এদিন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য জানান, ‘কেন্দ্রীয় তদন্তকারী দল আবেদনকারীকে বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনা কোনওভাবেই ইচ্ছাকৃতভাবে আদালত অবমাননা নয়। যদি মামলাকারী মামলা চলাকালীন বিদেশে যেতে চান তবে আলাদা করে মামলা করতেই হবে।’

গত ১০ সেপ্টেম্বর ব্যাংকক যাওয়ার বিমান ধরতে কলকাতা বিমানবন্দরে যান মেনকা। ইতিমধ্যেই কয়লা পাচার মামলায় তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে ইডি। বোর্ডিংয়ের সময়েই মেনকাকে জানানো হয়, তিনি শহর ছাড়তে পারবেন না। তারপর বিমানবন্দরের একটি ঘরে অভিবাসন দফতরের আধিকারিকরা অভিষেকের শ্যালিকাকে প্রায় দু’ঘণ্টা আটক করে রাখেন বলে অভিযোগ।

অভিষেকের শ্যালিকার আইনজীবি আদালতে দাবি করেন দু’ঘণ্টা তাঁকে যে এই ভাবে আটকে রাখা হয়েছিল তাও তো একধরনের কড়া পদক্ষেপ। এটা আদালত অবমাননারই সমান। এর পরই ইডির বিরুদ্ধে মামলা দায়ের করেন মেনকা। এদিন সেই শুনানি হল। মেনকা গম্ভীরের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর