মালিকের নাম ‘বনবিভাগ’, বাবার নাম ‘পশ্চিমবঙ্গ সরকার’! রাজ্যের বিলি করা জমির খতিয়ান ঘিরে ধুন্ধুমার

বাংলা হান্ট ডেস্কঃ আজব কান্ড আলিপুরদুয়ারে (Alipurduar)! জমির খতিয়ান ঘিরে ধুন্ধুমার বনবস্তিবাসীদের মধ্যে। কেন? জানা গিয়েছে, সেখানে রাজ্য সরকারের (State Government) পক্ষ থেকে জমির খতিয়ান এসেছে। কিন্তু তাতে যা নাম রয়েছে সেই দেখেই রেগে বোম বনবস্তিবাসীরা। দেখা যাচ্ছে খতিয়ানে নাম রয়েছে -বনবিভাগ। আর বাবার নাম রয়েছে-পশ্চিমবঙ্গ সরকার। এমন খতিয়ান পেয়ে ক্ষোভে আন্দোলনের পথে বনবস্তির বাসিন্দারা।

রাজ্য সরকারের নামে জমির খতিয়ান বিলির এই ঘটনায় শোরগোল ছড়িয়েছে গোটা এলাকায়। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বনবস্তির বাসিন্দারা। সরকার তাদের অধিকার খর্ব করছে বলে অভিযোগ তোলেন তারা। শনিবার আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের রাজাভাতখাওয়ায় উত্তরবঙ্গ বনজন শ্রমজীবী মঞ্চের তরফে এক সম্মেলনের আয়োজন করা হয়।

সংগঠনের আহ্বায়ক ছিলেন লাল সিং ভুজেল। এদিনের সম্মেলনে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং ও দার্জিলিং জেলার প্রায় দেড়শ বনবস্তির প্রতিনিধিরা হাজির ছিলেন। সেখানে রাজ্য সরকারের দেওয়া এই খতিয়ানের বিষয়টি তুলে ধরা হয়। লাল সিং ভুজেল সরকার বনবস্তিবাসীদের অধিকার খর্ব করছে বলে গর্জে ওঠেন।

শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দেওয়া সেসব জমির খতিয়ান তারা জ্বালিয়ে দেবেন বলেও হুঁশিয়ারির দেওয়া হয়। খতিয়ানের ঘটনা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিষয়টি নিয়ে তৃণমূলকে খোঁচা দিতে বিন্দুমাত্র দেরী করেনি গেরুয়া বাহিনী। কুমারগ্রামের বিজেপি বিধায়ক রাজ্যকে তোপ দেগে বলেন, রাজ্য সরকার বনবস্তির বাসিন্দাদের নিয়ে ছিনিমিনি খেলছে। এই সরকার ‘অপদার্থ’। পাশাপাশি বনবস্তির মানুষদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।

bjp tmc

অন্যদিকে, আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক যিনি মাস খানেক আগে অভিষেক বন্দোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন সেই সুমন কাঞ্জিলাল বলেন, খতিয়ানের ঘটনাটি তিনি অবগত নন। তবে রাজ্য সরকার বনবস্তির বাসিন্দাদের সাথে আছে বলেই আশ্বাস দেন তিনি। যদিও বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তর থেকে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর