গোলার মতো ফ্রি-কিক এবং তারপর এই মন ছোঁয়া কাজ! ৩৮-এও সমান সপ্ৰতিভ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো  

বাংলা হান্ট নিউজ ডেস্ক: টানা তিনটি ম্যাচে গোল করতে পারেননি। তার মাঝে নতুন ক্লাবের জার্সিতে প্রথম লিগের ম্যাচে হারের স্বাদ পেতে হয়েছিল। এরপর শোনা যায় বিপক্ষের ভক্তদের ‘মেসি, মেসি’ চ্যান্ট শুনতে পেয়ে ম্যাচ হারের পর বিশ্রীভাবে মেজাজ হারিয়ে জলের বোতলে লাথি মেরেছিলেন। এর ফলে তাকে নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছিল। নিন্দুকরা বলতে শুরু করেছিল সৌদি আরবের লেগেও আর খেলার মত যোগ্যতা নেই তার। গতকাল এই সমস্ত সমালোচকদের জবাব দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)।

৩৮ বছর বয়সে ফের একবার দেশের জার্সি গায়ে মাঠে নামার আগে গতকাল ইন্টারন্যাশনাল ব্ৰেক শুরুর আগে তার নতুন ক্লাব আল নাসের, প্রো লিগে নিজেদের ২১ তম ম্যাচ খেলতে নেমেছিল ‘আভা’-র বিরুদ্ধে। এই দলের বিরুদ্ধেই সপ্তাহের মাঝে কিংস কাপের ম্যাচ খেলতে নামতে হয়েছিল তাদের। সেই ম্যাচে ৩-১ ফলে জয় পেলেও লিগের ম্যাচে কাল প্রথমার্ধের ২৬ মিনিটে গোল হজম করে পিছিয়ে যেতে হয়েছিল আল নাসেরকে।

ম্যাচ যত গড়াচ্ছিল, চাপ যেন ততই বাড়ছিল। ফের একবার দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করতে যাচ্ছিলো রোনাল্ডোর দল। কিন্তু এই সময় ৩৫ গজ দূর থেকে একটি ফ্রি-কিক পায় আল নাসের। সাধারণত কোন ফুটবলার এত দূর থেকে সরাসরি শট নেওয়ার সাহস দেখান না। রোনালদো অতীতে একাধিকবার এমন দূরত্ব থেকে গোল করেছেন ঠিকই কিন্তু তার সাম্প্রতিক ফ্রি-কিক পরিসংখ্যান অত্যন্ত খারাপ।

তাও নিজের ক্ষমতাকে একবার পরীক্ষার মুখোমুখি দাঁড় করান সিআরসেভেন। ৩৫ গজ দূর থেকেই শট নেন এবং কামানের গোলার মতো শট থেকে নির্গত বলটি মানবপ্রাচীরের ফাঁক খুঁজে নেয় এবং গতিতে গোলরক্ষককে পরাস্ত করে। ২০১৪ সাল থেকে বাঁ-পায়ে টেনডিনোসিসের সমস্যায় ভুগছেন রোনাল্ডো। তার আগে কেরিয়ারে ১২ বছরে ৪৪ বার ফ্রি-কিক লক্ষ্যভেদ করলেও শেষ ৯ বছরে এই কাজ করতে পেরেছেন কেবল ১৪ বার। কালকে তার করা ফ্রি-কিক থেকে গোলটি ছিল তার কেরিয়ারের ৫৯ তম ফ্রি-কিক গোল। এমন আর একটি গোল করতে পারলেই সর্বোচ্চ ফ্রি-কিক থেকে গোল করা ক্রিকেটারদের মধ্যে শীর্ষ ১০-এ ঢুকে পড়বেন সিআরসেভেন।

ronaldo free kick

এরপর তাকে আটকাতে গিয়েই পেনাল্টি বক্সে হ্যান্ডবল করে আভার এক ডিফেন্ডার। নিশ্চিত পাওয়া পেনাল্টি থেকে নিজের দশম লিগ গোলটি করে ফেলতে পারতেন সিআরসেভেন। কিন্তু নিজে সেই পেনাল্টি কিক না নিয়ে তিনি বলটি তুলে দেন আর সতীর্থ অ্যান্ডারসন টেলেস্কার হাতে। কারণ ১৩ গোল করে লিগের সর্বোচ্চ গোলস্কোরার হওয়ার দৌড়ে রয়েছেন তার ব্রাজিলিয়ান সতীর্থ এবং মাঝে তিনি দীর্ঘদিনের জন্য মাঠে নামতে পারেননি চোটের কারণে। এই পেনাল্টি থেকে গোল করে টেনেসকা আল নাসেরকে প্রত্যাশিত ৩ পয়েন্ট এনে দেন এবং লিগের দৌড়ে ৯ ম্যাচ বাকি থাকা অবস্থায় আপাতত লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছেন রোনাল্ডোরা।

অপরদিকে ইংল্যান্ডে রোনাল্ডোর ভক্ত এরলিং হাল্যান্ড নিজের অভূতপূর্ব ফর্ম বজায় রেখেছেন। সপ্তাহের মাঝে চ্যাম্পিয়ন্স লিগে ৫ গোল করার পর এবার লিগের খেলায় ফের হ্যাটট্রিক করলেন নরওয়ের তারকা। তার মরশুমের ষষ্ঠ হ্যাটট্রিক এবং বিশ্বজয়ী আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজের জোড়া গোলে বার্নেলিকে ৬-০ ফলে হারিয়ে এফএ কাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ম্যানচেস্টার সিটি।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর