ভোটের আগেই নতুন চক্রান্ত? ৮০ হাজার মুসলিম ভোটারদের নাম কাটার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Published on:

Published on:

Congress accuses BJP of excluding names of 80,000 Muslim voters in Bihar

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা ভোটের আগে ফের ভোট কারচুপির অভিযোগে তোলপাড় বিহার। এবার নিশানা পূর্ব চম্পারণ জেলার ঢাকা বিধানসভা কেন্দ্র। অভিযোগ, ওই কেন্দ্র থেকে প্রায় ৮০ হাজার মুসলিম ভোটারের নাম বাদ দিতে উদ্যোগী হয়েছে বিজেপি (BJP)। এমনকি দলের লেটারহেড ব্যবহার করেই নির্বাচনী কর্তৃপক্ষের কাছে লিখিত আর্জি পাঠানো হয়েছে বলে প্রকাশ্যে এসেছে। বিষয়টি তদন্তে উঠে এসেছে রিপোটার্স কালেক্টিভের প্রতিবেদনে।

বিজেপির (BJP) লেটারহেডে চিঠি পাঠানোর অভিযোগ

ঢাকা আসনের বিজেপি (BJP) বিধায়ক পবনকুমার জয়সওয়ালের সহকারী একটি চিঠি পাঠিয়েছেন ইআরও ও সিইও-কে। শুধু তাই নয়, আরেকটি চিঠি পাঠানো হয় রাজ্য বিজেপির লেটারহেড ব্যবহার করে। অভিযোগে করা হয়েছে যে, উল্লিখিত ভোটাররা নাকি ‘ভারতীয় নন’। সেই তালিকায় নাম থাকা একাধিক সংখ্যালঘু ভোটারের সঙ্গে সরাসরি কথা বলেছে রিপোটার্স কালেক্টিভ।

কংগ্রেসের তোপ কমিশনকে ঘিরে

তথ্য প্রকাশ্যে আসতেই বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনকে (Election Commission) একসঙ্গে নিশানা করেছে কংগ্রেস। কংগ্রেস শিবিরের অভিযোগ, ভোট চুরির মতো গুরুতর বিষয়ে কমিশন নীরব দর্শকের ভূমিকায় বসে থেকে আসলে বিজেপিকে মদত দিচ্ছে। কংগ্রেসের বক্তব্য, একটিমাত্র আসনে যদি এত বড় কারচুপি হয়, তবে গোটা রাজ্য জুড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।

এই অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় বিজেপি (BJP) বিধায়ক প্রকাশ্যে এ নিয়ে মন্তব্য করতে চাননি। বরং তিনি পাল্টা দাবি করে বলেন যে, লালুপ্রসাদের দলই নাকি প্রায় ৪০ হাজার হিন্দু ভোটারের নাম বাদ দেওয়ার দাবি জানিয়েছে। তবে সেই অভিযোগের পক্ষে কোনও প্রমাণ তিনি দিতে পারেননি।

Congress accuses BJP of excluding names of 80,000 Muslim voters in Bihar

আরও পড়ুনঃ উৎসবের মাঝেই বিষাদের ছায়া! আন্দোলনে সক্রিয় থাকায় মাসের পুরো বেতন কাটা গেল চাকরিহারা শিক্ষক সুমনের

প্রসঙ্গত, আগামী ১ অক্টোবর ঢাকা আসনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তখনই পরিষ্কার হবে, বিজেপির (BJP) আর্জি মেনে কতজন সংখ্যালঘু ভোটারের নাম কার্যত বাদ পড়ল।