উপনির্বাচনে আস্থা: বাম কংগ্রেসকে ঝাঁপিয়ে পড়ার প্রতিশ্রুতি অধীর চৌধুরীর

বাংলা হান্ট ডেস্ক : লোকসভা ভোটের শুরু থেকে বাম ও কংগ্রেসের জোট নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল যদিও, লোকসভা ভোটে বাম কংগ্রেস কে এক হতে দেখা যায়নি, তবে এবার বিধানসভা নির্বাচনে কিন্তু তেমনটা ভুল করতে রাজি নয় বাম ও কংগ্রেস দুই দলই৷ তাই তো নিজেদের যাবতীয় মনোমালিন্য মিটিয়ে ইতিমধ্যেই বাম ও কংগ্রেস দুজনেই হাতে হাত মিলিয়েছে৷ তবে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে তাই এই উপনির্বাচনেই বিজেপিকে হাড়ে হাড়ে শিক্ষা দিতে একেবারেই প্রস্তুত বামফ্রন্ট ও কংগ্রেস৷

Adhir RAnjan

তাই তো একদিকে যেমন জোট বেঁধেছে ঠিক অন্য দিকে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করতেও প্রস্তুত বামেরা তাই তো দুটি আসন কংগ্রেসকে ছেড়ে দিয়েছে বিমান বসুরা৷ তাই সংবাদ মাধ্যমের সাক্ষাত্কারে অধীর রঞ্জন চৌধুরী বাম ও বিজেপিকে একসঙ্গে লড়াই হওয়ার বার্তা দেন পাশাপাশি কালিয়াগঞ্জ বিধানসভা কংগ্রেসেরই ছিল কংগ্রেসেরই হবে৷ শুধু তাই নয় খড়্গপুর বিধানসভা কেন্দ্রটিও তাঁদের পাওয়ার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি করিমপুরে যে ভাবে তৃণমূলের মোহভঙ্গ হয়েছে তাতে সেখানে জোটের ফল ভাল হওয়ার কথা, এমনটাই বলেছেন অধীর রঞ্জন চৌধুরী৷

ভাল ফল হওয়া নিয়ে একশো শতাংশ আশাবাদী অধীর বিজেপি ও তৃণমূলের টাকার অভাব নেই বলে টাকার বন্যা বইয়ে দেবে এমনটাই বলেন পাশাপাশি তাঁদের সঙ্গে মোকাবিলা করতে মানুষের সমর্থনকে হাতিয়ার করতে হবে বলে মন্তব্য করেন তিনি৷ তাই দুই দলের নেতৃত্বদের আন্তরিক ভাবেই ভোটের ময়দানে নেমে লড়াই করে মানুষের কাছে পৌঁছনোর বার্তাও দেন কংগ্রেস সংসদ অধীর চৌধুরী৷

সম্পর্কিত খবর