‘লিখে রাখুন ওরা আমায় কিনতে পারবে না, আমিই কিনে নেব’, তৃণমূলকে হারিয়ে হুঙ্কার বাইরনের

বাংলা হান্ট ডেস্কঃ আত্মবিশ্বাসের জয়! ভোটের আগে থেকেই দাবি করেছিলেন জয়ী হবেন তিনিই। যেমনি কথা তেমনিই হল কাজ। মুর্শিদাবাদের (Murshidabad) সাগরদিঘি উপনির্বাচনে (Sagardighi Bypoll Election) জয়ী হলে বাম সমর্থিত কংগ্রেস (Congress) প্রার্থী বাইরণ বিশ্বাস (Bayron Biswas)। ২২৯৮০ ভোটে জয়লাভ করলেন তিনি।

প্রসঙ্গত, বর্তমান বিধানসভায় কংগ্রেসের একজনও সদস্য নেই। বিপুল জয়লাভের পর বাইরনই হতে চলেছেন কংগ্রেসের প্রথম প্রতিনিধি। রাজ্যে পঞ্চায়েত ভোট পূর্বে কংগ্রেসের এই জয় নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। তবে এই জয় নিয়েও প্রশ্ন উঠে আসছে বিভিন্ন মহল থেকে। জয়লাভ করলেও কতদিন কংগ্রেসে থাকবেন বাইরন? গরিষ্ঠতার খাতিরে বদলে নেবেন নাতো দল? ভোট গণনা শেষের আগেই এসব প্রশ্নের কড়া ভাষায় জবাব দিলেন বিজয়ী বাইরন।

   

ঠিক কী বললেন কংগ্রেস নেতা? জয় নিশ্চিত! তবে শেষ হয়নি ভোট গণনা। দলবদলের প্রশ্ন উঠতেই সাংবাদিকদের বাইরন বলেন, ‘লিখে রেখে দিন, তৃণমূল আমায় কিনতে পারবে না। দরকারে আমি তৃণমূলকে কিনে নেব।’ পাশাপাশি এদিন জয়ের অনেকটা ভাগ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে তুলে দিলেন বাইরন বিশ্বাস।

অধীরের প্রশংসায় বাইরন বলেন, ‘দাদা যা করেছেন, তা অতুলনীয়। একেবারে মাটি কামড়ে পড়েছিলেন?’ তার সংযোজন, “বুথে বুথে চলে গিয়েছেন। পাড়ার বৈঠকে মানুষের উঠোনে পৌঁছে গিয়েছেন। আমাদের কর্মী সাইদুর রহমানকে অন্যায়ভাবে গ্রেফতার করেছিল পুলিশ। দাদা এক ফোনে থানা ঘেরাওয়ে পৌঁছে গিয়েছিলেন। ক্যাপ্টেন যেমন সামনে থেকে লড়েন, তেমনই লড়েছেন দাদা।’

congress

প্রসঙ্গত, একুশের সাগরদিঘি নির্বাচনে ৫০ হাজারের বেশি ভোটে জিতেছিলেন রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা। তবে তাঁর অকাল প্রয়াণ হওয়ায় উপনির্বাচন হল সাগরদিঘিটে। আপনাদের জানিয়ে রাখি, একুশে এই কেন্দ্রেই ভোটে তৃতীয় স্থানে ছিল কংগ্রেস। সেই তিন থেকে প্রথম। পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের এই বিপুল জয় কোন দিকে ইঙ্গিত করছে? উঠছে প্রশ্ন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর