ক্ষমতায় এলেই EVM হতে পারে নিষিদ্ধ, চিন্তন শিবিরে বড় সিদ্ধান্ত কংগ্রেসের

বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘদিন ধরেই ইভিএম মেশিন নিয়ে অসন্তোষ প্রকাশ করে এসেছে কংগ্রেস। এবার উদয়পুরে তিনদিন ব্যাপী চিন্তন শিবিরেও এবার এর ব্যতিক্রম হল না। সেখানেও ইভিএম নিয়েই প্রশ্ন তুললেন কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস ক্ষমতায় এলে ইভিএমের বদলে ফিরবে ব্যালটই এমনই খবর সূত্র মারফত।

বর্ষীয়ান কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চৌহান রবিবার বলেন, ‘দলের উচিত ইলেকট্রনিক ভোটিং মেশিন গুলি বাতিল করে দেওয়া এবং আগামী নির্বাচনের জন্য সেই নির্বাচনের ইস্তেহারেই ব্যালট পেপার ফিরিয়ে আনার কথা বলা। এই বিষয়টি জনগনের সামনেও নিয়ে যাওয়া উচিত।’

দলের চিন্তন শিবিরে তিনি আরও বলেন, ‘এটি আমার সম্পুর্ণ ব্যক্তিগত মতামত। কিন্তু এই ইস্যুতে অনেক নেতাই একমত হয়েছেন। ইভিএম নিয়ে অগণিত বার আলোচনা হয়েছে। বারবার প্রতারণা চলছে এই ইভিএমের মাধ্যমে। আমার ব্যক্তিগত অভিমত এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানিয়ে এটির অপসারণ উচিত নয়। এটাতে আমাদেরই হার হবে। আমাদের এই বিষয়টি নির্বাচনী ইস্তেহারে লেখা উচিত যে আমরা ক্ষমতায় ফিরলে ইভিএম গিয়ে আগের মতন ব্যালট পেপারেই হবে ভোট।’

এখানেই থেমে থাকেননি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি আরও যোগ করেন, ‘কংগ্রেসের এই ইস্যুটিকে নিয়ে মানুষের কাছে যাওয়া উচিত। আমরা সমস্ত ইস্যুগুলিই আলোচনা করে দেখেছি। এখন আমাদের দেখতে হবে কোন ইস্যুটিই চূড়ান্ত অনুমোদন পায়। অনেক কিছুতেই গাফিলতি চলছে। আমরা চাইব যাতে কংগ্রেস সংবিধান মেনেই চলে।’

বলাই বাহুল্য, কংগ্রেস নেতার এহেন বক্তব্যে শোরগোল রাজনৈতিক মহলে। তবে কি এবার চব্বিশের নির্বাচনে ব্যালটকেই অস্ত্র বানিয়ে লড়তে চায় কংগ্রেস? দলের টালমাটাল পরিস্থিতিতে ঠিক কতখানি কাজ দেবে এই নতুন ইস্যু? থেকেই যাচ্ছে একাধিক প্রশ্ন।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর