বাংলাহান্ট ডেস্কঃ উত্তর প্রদেশে (Uttar Pradesh) এবার দলের মধ্যেই সংঘর্ষ বেঁধে গেল। ইটাওয়ায় সভা চলাকালীন অবস্থায় দলীয় কংগ্রেস (Indian National Congress Political party) কর্মীদের মধ্যেই লড়াই বেঁধে গেল। মৌখিক ঝামেলা থেকে তা ধীরে ধীরে হাতাহাতিতে পৌঁছায়। এবং শেষে এক নেতা অপর নেতাকে জুতো দিয়ে মারতে শুরু করে।
নগর সভাপতি পল্লব দুবে এবং প্রাক্তন যুব সভাপতি অরুণ যাদবের মধ্যে বিতর্ক বেঁধে গিয়েছিল। গন্ডগোল থামাতে গিয়ে সভায় উপস্থিত জেলা সভাপতির পোশাকও ছিঁড়ে যায়। ঘটনাস্থলে পুলিশ এসে মামলার নিস্পত্তি করে।
ঘটনার সূত্রপাত
১০ ই জুন বুধবার ইটওয়াহ পার্টি অফিসে এই গোষ্ঠী দ্বন্ধ দেখতে পাওয়া যায়। বৈঠক চলাকালীন নেতাদের প্রতি কর্মীদের ক্ষোভের প্রকাশ ঘটতে থাকে। হাতাহাতিতে কংগ্রেসের জেলা সভাপতি মালখান সিং যাদব সহ আরও অনেকের জামা ছিঁড়ে যায়।
নগর সভাপতি পল্লব দুবে গুন্ডা বলে অভিহিত করেছেন অরুণ যাদবকে। এখানেই শেষ নয়, তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ জানায়। আবার, অরুণ যাদবদের বিরুদ্ধে ২০০০ টাকা এবং মোবাইল চুরির অভিযোগও করেছিলেন। উল্টো দিকে অরুণ যাদব অভিযোগ জানিয়েছেন, পল্লব দুবে দুই দিন আগে তাঁকে হুমকি দিয়ে, তাঁকে প্রাণে মারার জন্য হামলা চালায়।
আনুমানিক উৎস
দল মধ্যস্থ এই সংঘর্ষের কারণ হিসাবে ধরা হচ্ছে, চার দিন আগেই কংগ্রেস হাই কমান্ড তরুণ জেলা সভাপতি জিতেন্দ্র যাদবকে তাঁর পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। এ বিষয় নিয়ে দলীয় কর্মীদের মধ্যে নানান মতপার্থক্য ঘটে ছিল। সেই নিয়েই বুধবার এই হাতাহাতি চরমে ওঠে। যার জেরে ঘটনাস্থলে উপস্থিত বেশিরভাগ সদস্যেরই জামা কাপড় ছিঁড়ে যায়।
‘মৃত্যুকুম্ভ’ মন্তব্যের পর তীব্র কটাক্ষ! এবার মমতার সন্দেহ ‘১৪৪ বছর’ পর মহাকুম্ভ নিয়ে