সোনিয়ার গড়ে লজ্জাজনক হারের পর কংগ্রেসের বিধায়ক বললেন, ‘আমার দল হিন্দু বিরোধী”

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের যেই রায়বেরেলি থেকে কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী ৫ বার সাংসদ নির্বাচিত হয়েছে, সেখানে ব্লক প্রধান নির্বাচনে কংগ্রেস বড়সড় হারের সম্মুখীন হয়েছে। রাজ্যের ৮৫২টি ব্লক প্রধান আসনের মধ্যে বিজেপি একাই ৬০০-র বেশি আসন দখল করেছে। রায়বেরেলিতে বিজেপি ১৮টির মধ্যে ১১টি আসনে জয়লাভ করেছে। তবে বাকি ৭টি আসন একটিও কংগ্রেসের দখলে যায়নি। রায়বেরেলির হরচন্দ্রপুরের কংগ্রেস বিধায়ক রাকেশ সিং হারের কারণ ব্যখ্যা করতে গিয়ে বলেন, পঞ্চবটি পরিবার কংগ্রেসের থেকে দূরে গিয়েছে বলেই এমন হয়েছে।

রাকেশ সিং বলেন, প্রথমে এখানে জয় পেলে কংগ্রেস ভাবত যে তাঁদের কারণেই জিতছে। কিন্তু এবার তাঁদের মন থেকে সেই ভ্রম দূর হয়েছে, এটা এখন স্পষ্ট হয়েছে যে পঞ্চবটি পরিবার ছাড়া কংগ্রেস এখানে জিততে পারবে না। উল্লেখ্য, পঞ্চবটি পরিবারে দীনেশ প্রতাপ সিং, ওনার ভাই রাকেশ প্রতাপ সিং ছাড়াও অনেক নেতা রয়েছে। রাকেশ সিং আর অদিতি সিং কংগ্রেসের বিক্ষুব্ধ বিধায়ক। এবং ২০১৯-এর লোকসভা নির্বাচনে দীনেশ সিং সনিয়া গান্ধীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন।

কংগ্রেসের বিক্ষুব্ধ বিধায়ক রাকেশ সিং বলেন, রায়বেরেলিতে পঞ্চবটি পরিবারের কারণে কংগ্রেস রয়েছে, কংগ্রেসের কারণে পঞ্চবটি পরিবার নেই। রাকেশ সিং বলেন, আমি কংগ্রেসে থাকলেও ওদের নীতির বিরুদ্ধে।

রাকেশ সিং বলেন, কংগ্রেস শুধু মুসলিমদের নিয়ে রাজনীতি করে, এটা আমার পছন্দ না। রাকেশ সিং বিজেপির প্রশংসা করে বলেন, ওই দলে অনেক ভালো-ভালো নেতা রয়েছে। তিনি কংগ্রেস বিধায়ক হওয়ার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করে বলেন, উনি রাজ্যের উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন। উনি যা প্রতিশ্রুতি দেন, সেগুলো পালনও করেন। রাকেশ সিং বলেন, আমরা যদি ভালো কাজ করি, তাহলে দল আমাদের উপর চটে যায়।

রাকেশ সিং বলেন, ‘আমি যখনই পুজো করি অথবা রামায়ণ পাঠ করি, তখন কংগ্রেস আমাকে এসব করা থেকে দূরে থাকতে বলে। কংগ্রেস শুধু এটা দেখে যে, কেউ যেন ভালো কাজ না করতে পারে। এই দল পুরোপুরি হিন্দু বিরোধী। আমি দল ছাড়ছি না, আমি শুধু কংগ্রেসকে হুঁশিয়ার করছি যে, ৮৫ শতাংশ বাদ দিয়ে যদি ১৫ শতাংশকে নিয়ে মাতামাতি করা হয়, তাহলে অনেক নেতাই কংগ্রেস ছেড়ে পালাবে।”

রাকেশ সিং বলেন, ২০২২-এ কংগ্রেস যদি আমাকে টিকিট না দেয় তাহলে আমি নির্দলীয় প্রার্থী হয়ে নির্বাচনে লড়ব আর জিতব। বিজেপিতে যোগ দেবেন না কি, সেই প্রশ্নের জবাবে রাকেশ সিং তেমন কিছু বলতে চাননি। বলে দিই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে রাকেশ সিং নিজের এলাকায় যজ্ঞ আর ভোজের আয়োজন করেছিলেন। পাশাপাশি ওনার পরিবার রাম মন্দিরের জন্য ১১ কেজির রুপোর শিলা দান করেছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর