কৃষকদের সহায়তায় নয়, সিন্ডিকেট মধ্যস্থতাকারীদের সাহায্য করছে কংগ্রেসঃ মুখতার আব্বাস নাকভি

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ কেন্দ্রের প্রস্তাবিল কৃষি বিল নিয়ে দেশ জুড়ে বিরোধীরা বিক্ষোভ প্রদর্শন করেছে। এবিষয়ে বরিষ্ঠ বিজেপি (Bharatiya Janata Party) নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভী (Mukhtar Abbas Naqvi) কংগ্রেসের দিকে অভিযোগের তীর ছুঁড়ে দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, কংগ্রেস কৃষি বিলের প্রতিবাদের আড়াল থেকে ‘কংগ্রেস সিন্ডিকেট’ মধ্যস্থতাকারীদের সহায়তা করার ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, কংগ্রেস এবং তাদের সহায়ককারী দল, মিথ্যের গাছ দিয়ে সত্যের পাহাড় ঢাকার পরিকল্পনা করছে। ‘কংগ্রেস সিন্ডিকেট’ কেবলমাত্র মধ্যস্বত্বভোগীদের স্বার্থে কৃষি সংস্কার আইনে বিভ্রান্তি সৃষ্টি করছে। কৃষকদের স্বার্থ তারা দেখছে না।

কেন্দ্রের কৃষি বিলের সুবিধা
নকভি জানিয়েছেন, ‘কেন্দ্রের প্রস্তাবিত এই নতুন কৃষি বলের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা শেষ হবে এবং কৃষকরা তাদের উৎপাদনের জন্য সঠিক ন্যায্য দাম পাবে। কৃষকরা তাদের পণ্য বিক্রির নতুন সুযোগ পাবে। ফলে তাদের লাভের পরিমাণও বাড়বে। মোদী সরকার একদিকে কৃষকদের ক্ষমতায়নের পদক্ষেপ নিচ্ছে, আর অন্যদিকে কংগ্রেস তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। ‘এক দেশ, এক বাজারে’র স্বপ্ন এবার সত্যি হবে। এখনও অবধি প্রধানমন্ত্রী কৃষ্ণ সম্মান নিধির অধীনে প্রায় ৯২,০০০ কোটি টাকারও বেশি অর্থ প্রদান করা হয়েছে’।

কৃষি বিলের প্রতিবাদে কংগ্রেসের ট্রাক্টর মিছিল
এদিকে আবার কৃষি বিলের প্রতিবাদে কংগ্রেস সরকার তিনদিনের কৃষি বাঁচাও আন্দোলনে সামিল হয়েছে। এই বিক্ষোভ মিছিলে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী ট্রাক্টরে করে প্রতিবাদ জানাচ্ছেন। এই প্রতিবাদি মিছিল পাঞ্জাব থেকে হরিয়ানার হয়ে ৬ ই অক্টোবর দিল্লী পৌঁছাবে।

X