‘দু’এক কোটি মুসলমান মরুক, দরকার হলে তরবারি ধরব!’, কংগ্রেস নেতার মন্তব্যে দেশজুড়ে বিতর্ক

বাংলা হান্ট ডেস্ক : উত্তরপ্রদেশ (Uttar Pradesh) ও উত্তরাখণ্ডের (Uttarakhand) প্রাক্তন রাজ্যপাল এবং কংগ্রেস নেতা আজিজ কুরেশি (Aziz Qureshi) ফের বিতর্কে এলেন। এক অনুষ্ঠানে আজিজ কুরেশি বলেন, দেশে ২২ কোটি মুসলমান আছে, এক-দুই কোটি মারা গেলেও কোনও সমস্যা নেই। এমনকি তিনি বলেছিলেন যে কংগ্রেস (Congress) যদি তাকে সরাতে চায় তবে তাকে সরিয়ে দেওয়া উচিত, তবে তিনি ভয় পাবেন না। কংগ্রেস নেতাদের সমালোচনা করে আজিজ কুরেশি বলেছিলেন যে তারা জয় গঙ্গা মাইয়া স্লোগান দেয় এবং হিন্দুত্ব সফর করে, এটি বেশ বিতর্কের মত বিষয়।

মুসলিমরা কারোর গোলাম নয় : মধ্যপ্রদেশের বিদিশায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিনে আয়োজিত সংখ্যালঘু সম্মেলনে প্রাক্তন রাজ্যপাল আজিজ কুরেশি এবং রাজ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক দীপচাঁদ যাদব সহ বহু মুসলিম প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ সময় আজিজ কুরেশি বলেন, ‘মুসলিম কারোর গোলাম নয়। কেন আপনাকে ভোট দেবে? আপনারা চাকরি দেন না, সেনাবাহিনী, নৌ ও পুলিসে নেন না, তাহলে কেউ ভোট দেবেন কেন?

aziz 2
মুসলিম মরলেও সমস্যা নেই : আজিজ কুরেশি আরও বলেন, ‘আমরা একটা সীমা পর্যন্ত সহ্য করব, আপনারা আমাদের বাড়িঘর পুড়িয়ে দেন, আমাদের দোকান জ্বালিয়ে দেন, আমাদের মাকে অপমান করেন, শিশুদের অনাথ করেন, আপনি আমাদের বোনদের হাতে চুড়ি ও বিবাহিত নারীদের সিঁদুর মুছে দেন। আমরা একটা সীমা পর্যন্ত সহ্য করব, কিন্তু জল যখন মাথার ওপর দিয়ে ছাড়িয়ে যাবে তখন মুসলমানরা হাতে চুড়ি পরবে না। ২২ কোটির মধ্যে এক কোটি বা দুই কোটি মুসলিম মরলেও সমস্যা নেই।’

সরাসরি আক্রমণ কংগ্রেসকেও : কংগ্রেসকেও সরাসরি আক্রমণ করে আজিজ কুরেশি বলেন, ‘আজ কংগ্রেসের কিছু লোক হিন্দুত্ব, ধর্মীয় তীর্থস্থান, জয় গঙ্গা মাইয়া, জয় নর্মদা মাইয়া নিয়ে কথা বলছে, এটা খুবই লজ্জার বিষয়, লজ্জায় মাথা নত হয়ে যাওয়ার ব্যাপার। আমার কোনো ভয় নেই, আমাকে দল থেকে সরিয়ে দিন। নেহেরুর উত্তরাধিকারী, কংগ্রেসের লোকেরা আজ ধর্মীয় তীর্থযাত্রা করে, জয় বলে, গর্ব করে বলে আমি হিন্দু, পিসিসি অফিসে মূর্তি স্থাপন করা, এটা লজ্জায় ডুবে মরার ব্যাপার।’

আর কী বললেন আজিজ : প্রাক্তন গভর্নর আজিজ কুরেশি কড়া সুরে বলেন, ‘আমি কংগ্রেসকে অন্তর্ভুক্ত করে দেশের সব দলকে বলতে চাই, তারা যেন ভালো করে বুঝতে পারে যে, একজন মুসলমান আপনার গোলাম নয়, যে আপনি যা আদেশ দেন তা তারা পালন করতে বাধ্য। আপনাদের জবাব দিতে হবে যে মুসলমানরা কেন আপনাকে ভোট দেবে? আপনি চাকরি দেন না, পুলিস, সেনাবাহিনী, নৌবাহিনীতে নেন না, তাহলে মুসলমানরা আপনাকে ভোট দেবে কেন?

আরও পড়ুন : মহাকাশ বিজ্ঞানে বহু পিছিয়ে জিন্নাহর দেশ! পাকিস্তানি স্পেস এজেন্সির বর্তমান অবস্থা জেনে হাসবেন

এখানে জেনে রাখা ভালো যে আজিজ কুরেশি উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং মিজোরামের রাজ্যপাল ছিলেন। তিনি মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে ২৪ জানুয়ারী ২০২০-এ মধ্যপ্রদেশ উর্দু একাডেমির সভাপতি হিসেবেও নিযুক্ত হন। আজিজ কুরেশি জানুয়ারী থেকে মার্চ ২০১৫ পর্যন্ত মিজোরামের ১৫তম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, তিনি এর আগে উত্তরাখণ্ডের রাজ্যপাল হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন এবং এক মাসের জন্য উত্তর প্রদেশের রাজ্যপাল (অতিরিক্ত দায়িত্ব) হিসাবেও নিযুক্ত ছিলেন। ১৯৭৩ সালে, তিনি মধ্যপ্রদেশে একজন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

Sudipto

সম্পর্কিত খবর