বাংলা হান্ট ডেস্ক: গত ৩০ নভেম্বর দেব দীপাবলি উপলক্ষ্যে নিজের লোকসভা কেন্দ্র বারাণসী গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সেখানে তিনি কাশী বিশ্বনাথ মন্দিরে পুজোও করেন। এছাড়া সেখানে তিনি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কাশী বিশ্বনাথ মন্দির করিডোর প্রোজেক্টের পরিদর্শনও করেন।
এছাড়া দেব দীপাবলি উপলক্ষ্যে কাশীতে দেব দীপাবলি মহোৎসবের সূচনা করেন প্রধানমন্ত্রী। তারপর ট্যুইটারে দেব দীপাবলি উপলক্ষ্যে নানা আলোয় সেজে ওঠা বারাণসীর ঘাটের ভিডিও শেয়ার করেন তিনি। ওই ভিডিওতে শোনা যায় কাশীর ঘাট থেকে ভেসে আসা ভোলানাথের ভক্তিগীতি। সেই ভিডিও শেয়ার করে মোদী লেখেন, ‘হর হর মহাদেব।
Har Har Mahadev! pic.twitter.com/k2XD2Q74xl
— Narendra Modi (@narendramodi) November 30, 2020
কিন্তু প্রধানমন্ত্রীর এই শিব-নাম জপ করাতেও যেন আপত্তি কংগ্রেসের। যুব কংগ্রেসের রাষ্ট্রীয় অধ্যক্ষ শ্রীনিবাস ভিবি ট্যুইটারে মোদীর শেয়ার করা ভিডিওকে ‘লজ্জাজনক’ আখ্যা দেন।
बेशर्मीयत !
— Srinivas BV (@srinivasiyc) November 30, 2020
আর এতেই উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। শিবের ভক্তিগীতি ও শিবের নাম স্মরণ করাটা লজ্জাজনক কীভাবে হয়, তা কংগ্রেস নেতার কাছে জানতে চান নেটিজেনরা।