চীনের জিনিস বয়কট না করার উপদেশ দিয়ে মানুষের রোশের শিকার কংগ্রেস নেতা পি চিদম্বরম

বাংলাহান্ট ডেস্কঃ ”আমাদের যত তাড়াতাড়ি সম্ভব স্বাবলম্বী হতে হবে তবে, বিশ্বের অন্যান্য দেশের সাথে সম্পর্কও শেষ করে নয়, চীনের জিনিস বয়কট করে ভারতের কোনও লাভ নেই” বললেন প্রাক্তন অর্থমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম (P. Chidambaram)।

তিনি আরও বলেন, চীনের সাথে ভারতের বাণিজ্য সম্পর্ক যাই হোক না কেন এটি চীনের বৈশ্বিক বাণিজ্যের একটি অঙ্গ। অতএব, চীনা পণ্য বর্জন করে কি লাভ?  সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে যখন আসে, তখন বয়কটের মতো জিনিসগুলি আসা উচিত নয়। এটি বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলার অংশ হতে পারে।

p chidambaram 1200

‘’সীমান্ত পেরিয়ে কেউ আসেনি। আবার আমাদের এলাকার কেউ ওখানে বসে নেই।‘’ পূর্ব লাদাখের ভারত-চীন সীমান্ত নিয়ে শুক্রবার সর্বদল বৈঠকে একথা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতারা। প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে চিদাম্বরম বলেন, কোনও চীনা সেনা যদি সীমান্ত অতিক্রম না করে তাহলে সংঘর্ষ হল কি করে? তিনি আরও বলেন, প্রতিটি বিহারী বিহার রেজিমেন্টের সৈন্যদের জন্য তিনি গর্বিত।

চীন নিয়ে মন্তব্য করায় তার মন্তব্য ঘিরে জনগণ পালটা প্রতিক্রিয়া দিয়েছেন। বেশীর ভাগ জনই কংগ্রেস নেতাকে চীনকে পরোক্ষভাবে অভিযোগ তুলেছে। যেহেতু উনি প্রবীণ নেতা, ওনার এই মন্তব্যের কারণে কংগ্রেসেও অনেকটাই কোণঠাসা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই ওনার বিরুদ্ধে বিষ উগরে ছেন।


সম্পর্কিত খবর