বাংলা হান্ট ডেস্ক : সকাল থেকেই রাহুল গান্ধীর (Rahul Gandhi) মালদহ (Maldah) সফর নিয়ে জল্পনা তুঙ্গে। ব্যস্ততার মাঝেই ভাঙল রাহুল গান্ধীর গাড়ির কাঁচ। মালদহ ঢোকার মুখেই হামলা হয় কংগ্রেস নেতার বাড়িতে। ঐ একই গাড়িতে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। কেউ ইচ্ছাকৃতভাবে ইট মেরে কাঁচ ভেঙে থাকতে পারেন বলে অভিযোগ করেছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার ভারত জোড়ো ন্যায় যাত্রায় বিহার থেকে মালদহ আসছিলেন রাহুল। মালদহ ঢোকার আগেই হঠাৎ করে চুরমার হয়ে যায় রাহুলের কালো গাড়ির কাঁচ। এইদিন রাহুলের সাথে ঐ একই গাড়িতে আসছিলেন অধীর রঞ্জন চৌধুরীও। ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ”আমি গাড়ির ভিতরে ছিলাম। পিছন থেকে কারা ঢেলা ছুড়েছে, দেখতে পাইনি। তবে এখানে প্রতি পদে পদে রাহুলকে বাধা দেওয়া হয়েছে।”
এখানেই থেমে না থেকে নাম না করেই শাসকদলকে নিশানা করে তিনি আরও বলেন, ”বুঝে নিন, কারা হামলা চালিয়েছে। আমরা এখানে জানি, অতিথি দেব ভব। কিন্তু বাংলায় রাহুল গান্ধীর যাত্রা ঢোকার পর থেকেই বাধা দেওয়া হচ্ছে। কোচবিহার থেকে শুরু হয়েছে। প্রতি পদে অপমান, সভা করতে না দেওয়া, যা যা বিরোধিতা করার, সব হচ্ছে।”
আরও পড়ুন : মালদ্বীপে ভারতপন্থী প্রসিকিউটরকে ছুরিকাঘাত, টলমল করছে মুইজ্জুর গদি! দ্বীপরাষ্ট্রের অস্থিরতা তুঙ্গে
যদিও রাহুল গান্ধীর বাংলা সফর নিয়ে হামলার আশঙ্কা করে শনিবারই নিরাপত্তা চেয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এই প্রসঙ্গে তিনি চিঠিও পাঠিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শনিবারের এই চিঠির পর আজ বুধবারই হামলা করা হয় রাহুলের গাড়িতে। যদিও তাতে রাহুলকে খুব একটা চিন্তিত বলে মনে হয়না। হাসিমুখেই গাড়ি থেকে বেরিয়ে আসতে দেখা যায় রাহুলকে।
আরও পড়ুন : CBI-ED নয়, এবার গুরুতর অভিযোগ CID-র! নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল বিনয় তামাং ও তৃণাঙ্কুরের
এদিকে এই ঘটনা প্রসঙ্গে মুখ খুলেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য (Pradip Bhattacharya)। তিনি বলেন, ‘বাংলা, বিহার সীমানায় এই হামলা কারা চালাল, তার যৌথ তদন্ত হওয়া দরকার। দুই রাজ্যেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে।’ যদিও এসব নিয়ে মাথা ঘামাতে রাজি নয় কেন্দ্রীয় নেতা জয়রাম রমেশ। এই ঘটনায় তৃণমূলের যোগসূত্র থাকার সম্ভাবনাকে উড়িয়ে তিনি বলেন, ‘INDIA জোট মজবুত। কংগ্রেস নেতাদের মনে রাখতে হবে, এই জোট বিজেপিকে হারানোর। তার সঙ্গে রাজ্যে দলের অবস্থানের কোনও সম্পর্ক নেই। মমতা আমাদের প্রেরণা।’ যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় অন্য সুর। আজও মালদহের সবাই থেকে রাহুলকে ‘বসন্তের কোকিল’ বলে কটাক্ষ করে ‘একলা চলো’ কথা বলেছেন তিনি।