‘আমরা নেহরু, ইন্দিরা ও সোনিয়ার নামে অনেক কামিয়েছি’! গান্ধী পরিবারের কেচ্ছা ফাঁস কংগ্রেস নেতার

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক সময়ে ক্রমশই অস্বস্তি যেন বৃদ্ধি পেয়ে চলেছে কংগ্রেস (Congress) দলের। একদিকে যখন বিজেপি (BJP) সরকারের বিরুদ্ধে একাধিক প্রতিরোধ গড়ে তোলা সত্ত্বেও পুরভোট থেকে শুরু করে একাধিক উপনির্বাচনে হারের মুখ দেখা চলেছে দেশের প্রধান বিরোধী দল, আবার অপরদিকে রাহুল গান্ধী (Rahul Gandhi) থেকে শুরু করে সভানেত্রী সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) একাধিকবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দ্বারা জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে। এই প্রসঙ্গে বিক্ষোভ সমাবেশ চলাকালীন আবার গান্ধী পরিবার এবং জওহরলাল নেহরুর (Jawaharlal Nehru) বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে বসলেন কংগ্রেস নেতা কে আর রমেশ কুমার (Ramesh Kumar)।

উল্লেখ্য, অতীতে একাধিকবার ইডির সমনের মুখে পড়তে হয় রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে। এর মাঝেই গতকাল ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি দপ্তরে পৌঁছে যান কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সাম্প্রতিক কালে কংগ্রেস নেতা-নেত্রীদের এহেন জেরা মাঝে বিজেপির প্রতিহিংসামূলক রাজনীতি রয়েছে বলে অভিযোগ জানাতে থাকে কংগ্রেস সহ দেশের একাধিক বিরোধীদল আর সেই বিরোধকে হাতিয়ার করেই গতকাল রাজধানী জুড়ে বিক্ষোভ সমাবেশে বসে কংগ্রেসের একাধিক নেতা কর্মীরা।

সেই বিক্ষোভ সমাবেশ মাঝেই আবার বিতর্কিত মন্তব্য করে বসেন কংগ্রেস নেতা তথা কর্ণাটক বিধানসভার প্রাক্তন স্পিকার রমেশ কুমার। তিনি বলেন, “গান্ধী এবং জওহরলাল নেহরুর নাম করে আমরা অনেক টাকা কামিয়েছি। ফলে আমাদের তিন থেকে চার প্রজন্মের কোনো রকম অভাব হবে না।”

তাঁর দাবি, “জহরলাল নেহরু, সোনিয়া গান্ধী এবং ইন্দিরা গান্ধীর নাম করে আমরা যে পরিমাণ অর্থ কামিয়েছি, তাতে আমাদের তিন থেকে চার প্রজন্ম বসে খাবে। তবে পরবর্তীতে যদি আমরা সেই ঋণ শোধ করতে না পারি, তবে খাবারে পোকা পর্যন্ত পড়তে পারে।” স্বাভাবিকভাবে যে সময় দুর্নীতি মামলা ঘিরে ক্রমশ অস্বস্তিতে পড়ে চলেছে রাহুল থেকে শুরু করে সোনিয়া গান্ধীরা, সেই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেস নেতার এ মন্তব্য বিতর্ক আরো বৃদ্ধি করেছে।

congress 6502

তবে অতীতেও একাধিকবার বিতর্কিত মন্তব্যের জন্য খবরে শিরোনামে আসেন রমেশ কুমার। সম্প্রতি ধর্ষণকে উপভোগ করা প্রসঙ্গে মন্তব্য করে বিতর্কে জড়ান কংগ্রেস নেতা আর এবার গান্ধী পরিবার এবং নেহরুকে নিয়ে তাঁর এই মন্তব্য বিজেপিকে আরও সুবিধা করে দিল বলেই মত বিশেষজ্ঞদের।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর