বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সিকিমে এবার বিজেপির বিরুদ্ধে লড়াই নামার প্রস্তুতি নেওয়া শুরু করল কংগ্রেস। আর এই কাজে তাদের প্রধান ভরসা হয়ে উঠছেন প্রাক্তন ভারতীয় ফুটবলার বাইচুং ভুটিয়া। ১১ই এপ্রিল গ্যাংটকে হামরো সিকিম পার্টির প্রধান তথা ইস্টবেঙ্গল ও মোহনবাগান জার্সিতে ময়দান কাঁপিয়ে যাওয়া তারকা ফুটবলারের সঙ্গে কথা বলা শুরু করেছে কংগ্রেস নেতৃত্ব। বিজেপি বিরোধী জোট শক্তিশালী করায় তাদের প্রাথমিক লক্ষ্য।
রাহুল গান্ধীর বিশ্বস্ত এআইসিসির সম্পাদক রনজিত মুখোপাধ্যায়, সিকিমের কংগ্রেস সভাপতি গোপাল ছেত্রীর সঙ্গে গিয়ে বাইচুংয়ের সাথে একটি বৈঠক করেছেন। ২০২৪ সালের লোকসভা এবং বিধানসভা দুটি ভোটের ধাক্কাই সামলাতে হবে সিকিমের নাগরিকদের। তার আগে বিজেপিকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার প্রস্তুতিতে কোনও কমতি রাখতে চাইছে না কংগ্রেস।
বর্তমানে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাং গোলের দল সিকিম ক্রান্তিকারী মোর্চা বিজেপির নেতৃত্বাধীন নর্থ ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স অর্থাৎ নেডার একজন সদস্য। এখানে মজার বিষয় হলো যে বিধানসভার একমাত্র বিরোধী বিধায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের দল ‘সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট’-ও আনুষ্ঠানিক ভাবে নর্থ ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের সঙ্গেই যুক্ত।
যদিও বৈঠক ফলপ্রসূ হয়েছে কিনা সেই নিয়ে এখনো কোনো আপডেট পাওয়া যায়নি। বাইচুং বা কংগ্রেসের সদস্যদের কারোর তরফ থেকেই কোনও প্রতিক্রিয়া এখনো পর্যন্ত উপলব্ধ নয়। কংগ্রেসের তরফ থেকে শুধু এটুকুই জানানো হয়েছে যে সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে রাজ্যের দুর্নীতি এবং সন্ত্রাস চালিয়ে যাচ্ছে তা নিয়ে কংগ্রেস এবং হামরো সিকিম পার্টি, দুই পক্ষই চিন্তিত।
প্রসঙ্গত এর আগে ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত ৫ বছর তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন বাইচুং। কিন্তু তাদের হয়ে লোকসভা এবং বিধানসভার দুই রকম ভোটেই হারের মুখ দেখতে হয়েছিল তাকে। তারপর নতুন পার্টি গড়ে তোলার পরে ওই ভোটে জয়ের মুখ দেখেননি বাইচুং। তার দলের সঙ্গে জোট করে আদৌ কংগ্রেসের লাভ হবে কিনা সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই।