বাংলা হান্ট ডেস্কঃ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে এবার উঠলো এক গুরুতর অভিযোগ। এবার প্রশ্ন উঠছে এই কংগ্রেস নেতার নাগরিকত্ব নিয়ে। ভারতীয় আইনে একই সাথে দ্বৈত নাগরিকত্বের স্বীকৃতি নেই। তাই নিয়ম অনুযায়ী কেউ যদি অন্য কোনো দেশে নাগরিকত্ব নিয়ে থাকেন তাহলে তাঁর ভারতীয় নাগরিকত্ব নিজে থেকেই বাতিল হয়ে যায়।
রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ
এবার কংগ্রেস সংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) সম্পর্কে সামনে এল এমনই এক চাঞ্চল্যকর তথ্য। এক ব্যক্তির অভিযোগ রাহুল গান্ধীর (Rahul Gandhi) নাকি দ্বৈত নাগরিকত্ব রয়েছে। ভারতীয় নাগরিক হওয়ার পাশাপাশি তাঁর নাকি ব্রিটেনের নাগরিকত্বও আছে। তাই এবার রাহুল গান্ধীর ভারতীয় নাগরিকত্ব বাতিলের দাবিতে সরব হয়েছেন কর্ণাটকের বাসিন্দা এস ভিগনেশ শিশির।
পাশাপাশি তিনি রাহুল গান্ধীর নাগরিকত্বের বিষয়টি খতিয়ে দেখার জন্য সিবিআই তদন্তেরও দাবি করেছেন। জবাবে কেন্দ্রের তরফে জানানো হয়েছে রাহুল গান্ধীর নাগরিকত্বের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওই মামলাকারীর দাবি রাহুল গান্ধী ব্রিটেনের নাগরিক, তাই এলাহাবাদ হাইকোর্টে তিনি রাহুল গান্ধীর নাগরিকত্ব বাতিলের দাবিতে পিটিশনও দাখিল করেছেন।
আরও পড়ুন: বিচার ব্যবস্থা বিরোধীদের ‘হাতের খেলনা’ নয়! রাহুলের মন্তব্যের পাল্টা দিলেন প্রাক্তন প্রধান বিচারপতি
এই পিটিশনের ভিত্তিতেই আদালতের তরফে সরকারের কাছে প্রশ্ন রাখা হয়েছিল। তার জবাবে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছেন। স্বরাষ্ট্র মন্ত্রক স্পষ্ট জানিয়েছেন তাঁরা পিটিশনারের বক্তব্য গ্রহণ করেছেন। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সব ঠিক থাকলে আগামী শুনানিতেই এ বিষয়ে কেন্দ্রের উত্তর জানা যাবে।
জানা যাচ্ছে, আগামী ১৯ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। মামলা কারীর দাবি তাঁর কাছে যে তথ্য রয়েছে সেখানে ব্রিটেনের নাগরিকত্বের রেকর্ডে স্পষ্ট উল্লেখ করা হয়েছে রাহুল গান্ধীর নাম। এমনকি ব্রিটেন সরকারও বিষয়টি নিশ্চিত করেছে। মামলাকারী যাবতীয় তথ্য এলাহাবাদ হাইকোর্টের কাছে জমা করে জানিয়েছেন রাহুল গান্ধী ভারতীয় নাগরিকত্ব রাখতে পারবেন না। ভারতীয় আইন অনুযায়ী একসঙ্গে দুই দেশের নাগরিকত্ব রাখতে পারবেন না তিনি।